Hawkers Mysterious Death

কামারকুন্ডু স্টেশনে হকারের  অস্বাভাবিক মৃত্যু! ট্রেন থেকে  ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ

খবর পেয়ে আইএনটিটিইউসি-র হকারেরা কামারকুন্ডু স্টেশনে জড়ো হন। হুগলি সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি মনোজ চক্রবর্তীও হাজির হন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ২৩:১৭
Share:

—প্রতীকী চিত্র।

হাওড়া-বর্ধমান কর্ড শাখার কামারকুন্ডু স্টেশনে হকারের অস্বাভাবিক মৃত্যু। অভিযোগ, বৃদ্ধকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে।

Advertisement

মৃতের নাম সুভাষ ঘোষাল(৫০)। বাড়ি উত্তর ২৪ পরগনা বরানগর ব্যানার্জি পাড়ায়। খবর পেয়ে আইএনটিটিইউসি-র হকারেরা কামারকুন্ডু স্টেশনে জড়ো হন। হুগলি সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি মনোজ চক্রবর্তীও হাজির হন। তাঁদের অভিযোগ, জম্মু-তাওয়াই এক্সপ্রেস কামারকুন্ডু দিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। সাড়ে ১২টা নাগাদ। অভিযোগ, ট্রেনে হকারি করছিলেন সুভাষ। আরপিএফের সঙ্গে বচসা হয়। সংরক্ষিত কামরায় হকারি করা নিয়ে বচসা চলার সময় তাঁকে ফেলে দেওয়া হয়। প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝে থাকা ফাঁক দিয়ে লাইনে পড়ে যান ওই হকার। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রেন কিছু ক্ষণের জন্য দাঁড় করিয়ে দেওয়া হয়। দেহ উদ্ধার করে সিঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কামারকুন্ডু জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement