Howrah

প্রজাতন্ত্র দিবসের আগে নজরদারি হাওড়া স্টেশনে, অবৈধ ভাবে এ দেশে আসা ৯ বাংলাদেশি গ্রেফতার

তাঁদের কাছে কোনও কাগজপত্র না থাকায় গোলাবাড়ি থানার পুলিশ গ্রেফতার করে। ধৃত বাংলাদেশিদের মধ্যে ছয় জন পুরুষ এবং তিন জন মহিলা। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা শুরু করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ০১:৫৯
Share:

গোলাবাড়ি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের। নিজস্ব চিত্র।

প্রজাতন্ত্র দিবসের আগে কড়া নজরদারি হাওড়া স্টেশন চত্বরে। তখনই পুলিশের জালে ধরা পড়লেন ৯ বাংলাদেশি-সহ মোট ১০ জন। সোমবার সন্ধ্যায় গোলাবাড়ি থানার পুলিশ হাওড়া স্টেশনের বাইরে থেকে ওই ১০ জনকে গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্ত পেরিয়ে ওই ১০ জন দু’টি গাড়ি করে হাওড়া স্টেশনে আসেন। গাড়িতে এ রাজ্যের এক বাসিন্দাও ছিলেন। পুলিশের অনুমান, দালালের হাত ধরে কোনও কাগজপত্র ছাড়াই বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে ওই বাংলাদেশিরা এ রাজ্যে ঢোকেন। তাঁরা পুলিশকে জানান, কাজের খোঁজে ট্রেনে চেপে তাঁদের বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু তাঁদের কাছে কোনও কাগজপত্র না থাকায় গোলাবাড়ি থানার পুলিশ গ্রেফতার করে। ধৃত বাংলাদেশিদের মধ্যে ছয় জন পুরুষ এবং তিন জন মহিলা। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা শুরু করেছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, ধৃতদের গোলাবাড়ি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃতেরা কী ভাবে কোনও রকম বৈধ কাগজপত্র ছাড়াই এ রাজ্যে প্রবেশ করলেন তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ওঁদের অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার ধৃতদের হাওড়া আদালতে হাজির করানো হবে।

Advertisement

প্রসঙ্গত, দিন কয়েক আগেই কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে জঙ্গি সন্দেহে গ্রেফতার হয় হাওড়ার দুই যুবক। প্রজাতন্ত্র দিবসে তাঁদের কোনও নাশকতা ছক ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ওই দুই যুবকের গ্রেফতারির পরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। হাওড়া স্টেশন-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বাড়ানো হয় নিরাপত্তা এবং নজরদারি চালানো শুরু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement