নিজস্ব চিত্র
২ দিন নিখোঁজ থাকার পর নদী থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। হুগলির তারকেশ্বরের মির্জাপুরের ঘটনা। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের নাম বাবলু মাল (৫৫)। শনিবার সকালে কানা দামোদর নদীতে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা। পরিবারের দাবি বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হন বাবলু, তার পর থেকেই নিখোঁজ ছিলেন। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার গ্রামের একটি চোলাই মদের ঠেকে যান বাবলু। আর তখনই সেখানে হানা দেন আবগারি বিভাগের কর্মীরা। তাড়া খেয়ে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেন তিনি। সেই থেকেই নিখোঁজ ছিলেন।
শনিবার সকালে নদীতে বাবলুর মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। এরপর এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। চোলাই মদ বিক্রেতা লালু মালিকের বাড়িতেও চড়া হন তাঁরা। মদ বিক্রির কথা স্বীকার করেছেন লালু। তিনিও বলেন, পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেন বাবলু। তাঁর সাইকেল আবগারি বিভাগের কর্মীরা বাজেয়াপ্ত করে।
তারকেশ্বরের আবগারি বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার বেশ কয়েকটি চোলাইয়ের ঠেকে অভিযান চালানো হয়েছিল। তবে কাউকে তাড়া করা হয়নি। একটি সাইকেল আটক করা হয়েছিল।