— প্রতীকী ছবি।
তর্পণ করতে গিয়ে হুগলির হিন্দমোটর ঘাটে তলিয়ে যান চার জন। রাতভর তল্লাশি চালিয়ে কাকভোরে তাঁদের মধ্যে তিন জনের দেহ উদ্ধার হল। এখনও নিখোঁজ একজন। পুলিশ সূত্রে খবর, গভীর রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও দেহের সন্ধান মেলেনি। ভোর নাগাদ বালি ব্রিজের কাছে তিনটি দেহ চিহ্নিত করা হয়।
শনিবার মহালয়া উপলক্ষে হিন্দমোটরের বিবি স্ট্রিট ঘাটে তর্পণ করতে গিয়ে ভেসে যান কয়েক জন। তাঁদের মধ্যে চার জনকে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজের পরিবার উত্তরপাড়া থানায় অভিযোগ জানায়। উদ্ধারকাজে বিলম্ব হচ্ছে এই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করেন নিখোঁজের পরিজনেরা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রাও। দাবি মেনে রাতে আলো জ্বেলে স্পিডবোট নামিয়ে তল্লাশি চালানো হয়। তাঁদের খোঁজে নামানো হয় বিপর্যয় মোকাবিলাবাহিনী এবং সিভিল ডিফেন্সকে। চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি নিজে রাতে স্পিডবোটে গঙ্গাবক্ষে তল্লাশি চালান। চন্দননগর পুলিশের আধিকারিকরা তল্লাশি অভিযানে ছিলেন।
ডিসি শ্রীরামপুর অরবিন্দ আনন্দ বলেন, ‘‘আজ (রবিবার) ভোরে তল্লাশি চালানোর সময় বালি ব্রিজের কাছ থেকে তিনটি দেহ উদ্ধার হয়েছে। দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবার দেহ শনাক্ত করবে। বাকি আরও একজন এখনও নিখোঁজ। তাঁর খোঁজে তল্লাশি জারি আছে।’’ পুলিশ সূত্রে খবর, নিখোঁজের সন্ধানে সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলাবাহিনী এবং পুলিশের মোট পাঁচটি দল তল্লাশি চালাচ্ছে।