সন্তানের মৃত্যুতে শোকাতুর মা। নিজস্ব চিত্র।
বাড়ি বিহারে। সেখানে বন্যা হওয়ায় মায়ের সঙ্গে মামার বাড়ি এসেছিল দু’বছরের শিশু। মামার বাড়িতে খেলার সময় বড় নর্দমায় পড়ে মৃত্যু হয়েছে ওই শিশুর। বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে হুগলির তারকেশ্বরের ১৪ নম্বর ওয়ার্ডে।
মৃত শিশুর নাম বর্ষা রাব। তার মায়ের নাম মিনতি রাব। শিশুটির বাড়ি বিহারে। বন্যার কবল থেকে বাঁচতে বিহার থেকে এক সপ্তাহ আগে মায়ের সঙ্গে তারকেশ্বরে এসেছিল সে। তার পর থেকে এখানেই ছিল সে।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার খেলা করছিল বর্ষা। তখনই বড় নর্দমায় পড়ে যায় সে। সেখান থেকে এক প্রায় কিলোমিটার ভেসে গয়ে রণের খালের সংযোগস্থলে ভেসে ওঠে বর্ষার দেহ। স্থানীয়দের নজরে আসতেই তাঁরা দেহ উদ্ধার করে নিয়ে যান তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বৃষ্টির জেরে ১৪ নম্বর ওয়ার্ডের ওই বড় নর্দমায় জল ছিল কানায় কানায়। তারকেশ্বর-সহ বেশ কয়েকটি ব্লকের জল ওই বড় নর্দমা দিয়ে বয়ে পড়ে রণের খালে। জল থেকে বাঁচতে বিহার থেকে তারকেশ্বরে এলেও সেই জলেই জীবন গেল শিশুটির।