তরুণীর মৃত্যু ট্রেনের ধাক্কায়। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
হেডফোনে গান শুনতে শুনতে রেললাইন পেরোনোর সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল হাওড়ার তরুণীর। শনিবার সকালে পদ্মপুকুর স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। মৃতার নাম অঙ্কিতা পাত্র।
রেল পুলিশ সূত্রে খবর, শালিমার সুপারফাস্ট এক্সপ্রেসের ধাক্কায় তরুণীর মৃত্যু হয়েছে। তিনি শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার অন্তর্গত বাঙালপাড়া লেনের বাসিন্দা। শালিমার জিআরজি তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, অঙ্কিতা তথ্যপ্রযুক্তি বিভাগে কাজ করতেন। শনিবার সকালে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। রেললাইন পারাপার করার সময়ে তাঁর কানে হেডফোন ছিল। ট্রেনের আওয়াজ শুনতে না পেয়েই ওই দুর্ঘটনা। তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। তরুণী মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তা জানার চেষ্টা করছেন রেল পুলিশের আধিকারিকেরা।