মন্ত্রীর ঘোষণা

২০১৪-১৫ সালে আর্থিক ভাবে দুর্বল মানুষের জন্য মোট ৪২ হাজার ৫২৩টি বাড়ি তৈরি করেছে রাজ্য সরকারের আবাসন দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০২:৫৭
Share:

২০১৪-১৫ সালে আর্থিক ভাবে দুর্বল মানুষের জন্য মোট ৪২ হাজার ৫২৩টি বাড়ি তৈরি করেছে রাজ্য সরকারের আবাসন দফতর। ‘গীতাঞ্জলি’ প্রকল্পের এই বাড়িগুলির জন্য বরাদ্দ ছিল ৬০০ কোটি টাকা, খরচ হয় ৫৯৮ কোটি টাকা। সম্প্রতি বিধানসভায় এ তথ্য জানান আবাসন মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ২০১৫-০৬ অর্থবর্ষে ৬৫ হাজার বাড়ি নির্মাণের লক্ষ্য নিয়েছে সরকার। এর জন্য ৭৮৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে, যার মধ্যে ৫৮৮ কোটি টাকা গ্রামীণ এলাকায় বরাদ্দ। এর মধ্যে ৮৮ কোটি তফসিলি সম্প্রদায়ের মানুষদের জন্য ব্যয় হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement