গত কয়েক দিন ধরেই অতিরিক্ত আপেক্ষিক আর্দ্রতার দাদাগিরিতে নাভিশ্বাস উঠেছিল কলকাতা-সহ গোটা রাজ্যের। অবশেষে সোমবার সকালে আরামের বৃষ্টিতে শান্তি পেল রাজ্যের মানুষ। এ দিন সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিতে তাপমাত্রার পারদ অনেকটাই কমে যায়।
হাওয়া অফিস সূত্রে খবর, বাতাসে বাড়তি জলীয়বাষ্প থাকায় সেই বাষ্প গরম হয়ে বায়ুমণ্ডলের উপরে উঠে গিয়ে ঠান্ডা হাওয়ার সংস্পর্শে এসে বজ্রগর্ভ মেঘের জন্ম দিয়েছে। এর ফলেই কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি হয়। সঙ্গী হিসাবে ছিল দমকা হাওয়ার দাপটও।
তা হলে কি এ বার রাজ্যে বর্ষার আগমন ঘটবে? গরমের হাত থেকে নিস্তার মিলবে রাজ্যবাসীর?
হাওয়া অফিস জানাচ্ছে, এখনই তেমন কোনও সম্ভাবনা নেই। এই বৃষ্টি বর্ষার বৃষ্টি নয়। তাই এখনই পাকাপাকি ভাবে গরম কমার আশা কম।