West Bengal Recruitment Case

সব অভিযুক্ত হাজির নয়, পিছোল মামলার শুনানি

ইডি সূত্রের খবর, এই মামলায় ৫৪ জন অভিযুক্ত। তার মধ্যে ২৯ জন ব্যক্তি এবং ২৫টি সংস্থা। সব মিলিয়ে এখনও ৪৬ জন অভিযুক্ত আদালতে হাজিরা দিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ০৮:২৯
Share:

— প্রতীকী চিত্র।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ইডি-র মামলায় চার্জ গঠনের শুনানি ফের পিছিয়ে গিয়েছে। শুক্রবার সব অভিযুক্তকে ইডি আদালতে হাজির করাতে পারেনি। তাই চার্জ গঠনের প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে বলে খবর। ২৩ ডিসেম্বর ফের শুনানির দিন ধার্য করা হয়েছে। সম্প্রতি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। তার জেরেই দ্রুত চার্জ গঠনের চেষ্টা চলছে বলে সূত্রের দাবি।

Advertisement

ইডি সূত্রের খবর, এই মামলায় ৫৪ জন অভিযুক্ত। তার মধ্যে ২৯ জন ব্যক্তি এবং ২৫টি সংস্থা। সব মিলিয়ে এখনও ৪৬ জন অভিযুক্ত আদালতে হাজিরা দিয়েছেন। তবে চার্জ গঠনের ক্ষেত্রে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিলেন পার্থর প্রবাসী জামাই কল্যাণময় ভট্টাচার্য। আমেরিকা নিবাসী কল্যাণময়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না বলে ইডি-র আইনজীবীরা আদালতে জানান। তাঁদের দাবি, কল্যাণময়ও অভিযুক্ত এবং তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রীর প্রয়াত স্ত্রীর নামাঙ্কিত একটি স্বেচ্ছাসেবী সংস্থার শীর্ষ কর্তা। ওই সংস্থার বিরুদ্ধেও ইডি-র অভিযোগ। কল্যাণময়ের মায়ের নামেও আর একটি সংস্থা রয়েছে। সেই সংস্থাও অভিযুক্ত। তাই এই মামলার চার্জ গঠনে কল্যাণময়ের উপস্থিতি জরুরি।

পার্থের জামাইয়ের হাজিরার জট কিছুটা হলেও কেটেছে। কল্যাণময়ের আইনজীবী এ দিন আদালতে জানান, আগামী কয়েক দিনের মধ্যেই তিনি কলকাতা এসে আদালতে সশরীরে হাজিরা দেবেন। তাঁর বিমানের টিকিটের প্রতিলিপিও কোর্টে জমা দেওয়া হয়। তবে এ দিন সশরীরে কোর্টে হাজিরা দেননি সুজয়কৃষ্ণ ভদ্র। লিপস এন্ড বাউন্ডস সংস্থার প্রতিনিধিও ছিলেন না। সুজয়কৃষ্ণ এবং ওই সংস্থার আইনজীবী সোমনাথ সান্যাল বলেন, ‘‘সুজয়কৃষ্ণ সিবিআই হেফাজতে আছেন। তা কোর্টে জানানো হয়েছে। পাশাপাশি লিপস এন্ড বাউন্ডস-এর ডিরেক্টররা চন্দন বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন। পরবর্তী শুনানিতে তিনি উপস্থিত থাকবেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement