মাদ্রাসা সার্ভিস কমিশনকে অবৈধ ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়ে দিল, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের অধিকার থাকবে পরিচালন সমিতির হাতেই। হাইকোর্টের এই রায়ে ২০০৮ সাল থেকে রাজ্যের বিভিন্ন মাদ্রাসায় যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের ভবিষ্যৎও নির্ধারণ করবে পরিচালন সমিতিই।
বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীনই রাজ্যে গঠিত হয় মাদ্রাসা সার্ভিস কমিশন। ২০০৮ সালে এই কমিশন গঠনের পর থেকে স্বীকৃত মাদ্রাসাগুলিতে নিয়োগ হয়েছে কমিশনের মাধ্যমেই। কিন্তু, সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্টান হিসেবে বিশেষ মর্যাদা থাকায় মাদ্রাসার নিয়োগে সরকার হস্তক্ষেপ করতে পারে না বলে একাংশ দাবি করে। মাদ্রাসা সার্ভিস কমিশনের গঠনকে চ্যালেঞ্জ করে মামলা হয় আদালতে। কলকাতা হাইকোর্ট সেই মামলারই রায় দিয়েছে। হাইকোর্ট জানিয়েছে, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের অধিকার পরিচালন সমিতিরই। কমিশন অবৈধ।
হাইকোর্টের এই রায়ে আবার পরিচালন সমিতিগুলিই বিভিন্ন মাদ্রাসায় নিয়োগের অধিকার ফিরে পেল। কিন্তু ২০০৮ সাল থেকে কমিশন আয়োজিত পরীক্ষা এবং ইন্টারভিউতে পাশ করে যাঁরা বিভিন্ন মাদ্রাসায় চাকরি করছেন, তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। হাইকোর্ট জানিয়েছে, যাঁরা কমিশনের মাধ্যমে মাদ্রাসায় চাকরি পেয়েছেন, তাঁদের রাখা হবে কি না, তা-ও ঠিক করবে পরিচালন সমিতিই।