Binay Mishra

Binay Mishra: বিনয়ের মা-বাবাও কি দেশ ছেড়েছেন

সিবিআই সূত্রের খবর, গত কয়েক মাসে বিনয়ের বাবা-মাকে চার বার নোটিস দেওয়া হয়েছে।

Advertisement

শুভাশিস ঘটক

কলকাতা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ০৫:৩৩
Share:

কয়লা ও গরুপাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র। —ফাইল চিত্র।

কয়লা ও গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের বাবা-মায়েরও কোনও হদিস নেই বলে সিবিআইয়ের দাবি। তদন্তকারীরা জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁরা এ বার ওই দু’জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পথে এগোবেন। এ নিয়ে বিনয়ের আইনজীবী অয়ন পোদ্দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘এ বিষয়ে আমি কোনও মন্তব্য করব না।’’

সিবিআই সূত্রের খবর, গত কয়েক মাসে বিনয়ের বাবা-মাকে চার বার নোটিস দেওয়া হয়েছে। কালীঘাট থানা এলাকায় বাড়িতে গিয়ে দেওয়ালে নোটিস সাঁটিয়ে দেওয়া হয়। সিবিআইয়ের অভিযোগ, ওই দু’জন কোনও ভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করেননি। তদন্তকারীদের দাবি, বিনয়ের একটি সংস্থার অন্যতম ডিরেক্টর তাঁর বাবা-মা। সেই সংস্থার ব্যাঙ্ক আমানত খতিয়ে দেখে জানা গিয়েছে, গত কয়েক বছরে বেশ কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে ওই অ্যাকাউন্ট থেকে। সেই জন্য ওই ব্যাঙ্ক আমানতের সমস্ত নথি ও পরিচয়পত্র নিয়ে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার জন্য তাঁদের নোটিস দেওয়া হয়েছিল।

Advertisement

প্রাথমিক ভাবে সিবিআইয়ের অনুমান, বিনয়ের মতোই ওই দম্পতি ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছেন। গরু ও কয়লা পাচারের তদন্ত শুরুর সঙ্গে সঙ্গেই (২০১৮ সালের পরে) দেশ ছেড়ে চলে গিয়েছিলেন বিনয়ও। সম্প্রতি তিনি ভারতীয় নাগরিকত্ব ছেড়ে প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপে রয়েছেন বলে আইনজীবী মারফত আদালতকে জানিয়েছেন বিনয়। সিবিআইয়ের এক কর্তা বলেন, ‘‘ওই দু'জনের বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে। তার জন্য আইনি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement