সিবিআই চেয়ে

রক্ত চন্দন কাঠ পাচারের অভিযোগ ওঠায় কালচিনির বিধায়ক উইলসন চম্প্রমারির বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি তুলল গোর্খা জনমুক্তি মোর্চা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০৩:০৮
Share:

রক্ত চন্দন কাঠ পাচারের অভিযোগ ওঠায় কালচিনির বিধায়ক উইলসন চম্প্রমারির বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি তুলল গোর্খা জনমুক্তি মোর্চা। মোর্চার সমর্থন নিয়েই নির্দল প্রার্থী হিসেবে উইলসন ভোটে জিতেছিলেন। পরে তিনি তৃণমূলে যোগ দেন। চম্প্রামারিকে বিধায়ক পদ, জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সরানোর সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতারেরও দাবি তোলা হয়েছে। বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরি বলেন, “কেন্দ্র রাজ্যকে লিখিত ভাবে জানিয়েছে কালচিনির বিধায়ক রক্ত চন্দকাঠ পাচারে যুক্ত। আমরা দ্রুত দলের কেন্দ্রীয় কমিটির কাছে সিবিআই তদন্তের দাবি তোলার আবেদন করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement