ছোটখাটো ঝগড়া-অশান্তির ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ধর্মীয় রঙ দেওয়ার চেষ্টার বিরুদ্ধে এ বার কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য, এ নিয়ে কোনও ধরনের উস্কানি বরদাস্ত করা হবে না।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কিছু দিন ধরে দেখছি, ছোটখাটো ঘটনাকে কেউ কেউ ধর্মীয় রঙ দেওয়ার চেষ্টা করছে। রাজ্যে সম্প্রীতির পরিবেশকে সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নষ্ট করতে চাইছে। ধর্ম নিয়ে এই রাজনীতি কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।’’ মুখ্যমন্ত্রী এও স্পষ্ট জানিয়ে দেন, ‘‘এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে কার কী ধর্ম, তা বিবেচনা করা হবে না।’’
দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকে লাগাতার এই বার্তা দিচ্ছেন মমতা। তাঁর দ্বিতীয় মেয়াদে বিধানসভার প্রথম অধিবেশনের বক্তৃতা থেকে যা শুরু করেছিলেন তিনি। এ দিন তিনি বলেন, ‘‘কে কী খাবেন, কী পরবেন, তা প্রত্যেকের নিজের নিজের রুচির বিষয়। অন্য কেউ তা স্থির করে দিতে পারে না।’’ এর পরেই চোয়াল শক্ত করে মুখ্যমন্ত্রী এও বলেন, ‘‘আমি সবাইকেই নিরাপত্তা দেব। আমি যখন এই চেয়ারে বসে আছি, আমার কাছে সবাই মানুষ।’’