উচ্চশিক্ষার পরিবেশ নিয়ে ‘খোঁচা’ ধনখড়ের

Governor hinted that higher education environment in the state is deteriorating due to political reasonsএই অবস্থায় শনিবার রাজভবনে একটি অনুষ্ঠানে রাজ্যপাল ধনখড় বলেন, ‘‘রাজনৈতিক হস্তক্ষেপে বাংলার উচ্চশিক্ষার পরিবেশ খারাপ হোক, চাই না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৪৭
Share:

জগদীপ ধনখড়।

রাজনৈতিক কারণে রাজ্যে উচ্চশিক্ষার পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে বলে ইঙ্গিত দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে গত দু’দিনে আচার্য-রাজ্যপালের ভূমিকা ‘অর্থবহ’ মাত্রা নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ উপেক্ষা করে তিনি বিশ্ববিদ্যালয়ে ঢুকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে যে ভাবে ‘উদ্ধার’ করে এনেছেন,
তার পিছনে রাজ্যপালের বিজেপি-প্রীতি দেখেছে রাজ্যের শাসক দল। অন্য দিকে, রাজ্যপাল বিবৃতি দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে আঙুল তুলেছেন। যার জবাবে পাল্টা বিবৃতি দিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সব মিলিয়ে সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাতের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

এই অবস্থায় শনিবার রাজভবনে একটি অনুষ্ঠানে রাজ্যপাল ধনখড় বলেন, ‘‘রাজনৈতিক হস্তক্ষেপে বাংলার উচ্চশিক্ষার পরিবেশ খারাপ হোক, চাই না। বাংলার পুরনো গৌরব ফিরিয়ে আনা হোক। শিক্ষাব্যবস্থায় ভাঙন ধরলে সেই দেশ ধ্বংস হয়ে যায়।’’

Advertisement

প্রতিক্রিয়ায় তৃণমূলের মহাসচিব পার্থবাবু বলেন, ‘‘এই রাজ্যপাল নতুন এসেছেন। বাংলার মাটি, বাংলার জল এখনও ভাল করে চিনে উঠতে পারেননি। এখানে শিক্ষায় রাজনৈতিক হস্তক্ষেপ কোন স্তরে ছিল এবং এখন সেখান থেকে পরিস্থিতি কতটা উন্নত হয়েছে, তা আগে সব জেনে তবেই তাঁর মন্তব্য করলে ভাল হত। কারণ, এখন রাজভবনে বসে তিনি যা বলছেন, তা কারও কাছেই বিশ্বাসযোগ্য নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement