দেব-গ্রামের অফিসে আবার জোড়াফুল, দাওয়াই শুভেন্দুর

সোমবার কেশপুরে এসে তৃণমূল কর্মীদের ‘চোখে চোখ রেখে লড়াই করা’র পরামর্শ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি কেশপুর ছাড়েন রাত আটটা নাগাদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কেশপুর শেষ আপডেট: ২৯ মে ২০১৯ ০২:৪১
Share:

মহিষদায় তৃণমূল কার্যালয়। —নিজস্ব চিত্র।

তিনি ঘুরে যাওয়ার পরে ১২ ঘণ্টার মধ্যেই ফের ভোলবদল দেব-গ্রামে। চুনকাম করা পার্টি অফিসের দেওয়ালে আবারও ফুটল জোড়াফুল।

Advertisement

সোমবার কেশপুরে এসে তৃণমূল কর্মীদের ‘চোখে চোখ রেখে লড়াই করা’র পরামর্শ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি কেশপুর ছাড়েন রাত আটটা নাগাদ। আর মঙ্গলবার সকাল আটটাতেই ঘাটালের তৃণমূল সাংসদ দেবের দেশের বাড়ি কেশপুরের মহিষদায় পুরনো ছবি ফিরল কার্যালয়ে। দেওয়ালে আঁকা হল জোড়াফুল, লেখা হল ‘মহিষদা তৃণমূল কংগ্রেস কার্যালয়।’ বারান্দার গ্রিলে টিএমসি লেখা আর জোড়াফুলের নকশা তো ছিলই।

দু’দিন আগেই এই কার্যালয়ই সিপিএমকে ফিরিয়ে দিয়েছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। পালাবদলের আগে এটি সিপিএমের পার্টি অফিস ছিল। ২০১১ সালে পরিবর্তনের পরে তৃণমূল তার দখল নেয়। এ বার লোকসভা ভোটের ফলপ্রকাশের পরেও কার্যালয় তৃণমূলেরই ছিল। এ বারও কেশপুর থেকে, মহিষদা থেকে লিড পেয়েছে তৃণমূল। দেবও ফের ঘাটাল থেকে জিতেছেন। ফলে, মহিষদায় রাতারাতি পার্টি অফিস থেকে পতাকা খুলে, দেওয়াল চুনকাম করে কেন সিপিএমকে ফেরাল তৃণমূল, সেই প্রশ্ন ওঠে। সে ক্ষেত্রে বিজেপিকে ঠেকানোর কৌশলের ব্যাখ্যা সামনে এসেছিল। আর মুখে সৌজন্যের কথা বলেছিলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।

Advertisement

তা হলে কেন ফের ওই কার্যালয়ের দখল নিল তৃণমূল? সদুত্তর এড়িয়ে তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি সঞ্জয় পান বলেন, ‘‘ওই কার্যালয় আমাদেরই থাকবে। বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়ব না। আর এখন তো সিপিএমের লোকেরাই বিজেপির হয়ে পতাকা তুলছে।’’ সিপিএমের জেলা সম্পাদক তরুণ রায় শুধু বলেন, ‘‘সোমবার শুভেন্দু অধিকারী কেশপুরে এসে ঘোরাঘুরি করেছেন। তার পরেই এই ঘটনা।’’

দেবের দেশের বাড়ির গ্রাম মহিষদা-সহ কেশপুরের বিভিন্ন এলাকায় ভোটের পরে প্রভাব বাড়তে শুরু করেছে বিজেপির। মহিষদাতেও বিজেপির পতাকা উড়তে দেখা যাচ্ছে। এলাকা পুনরুদ্ধারে দলীয় কর্মীদের ‘অক্সিজেন’ জোগাতে সোমবার সন্ধ্যায় কেশপুরে আসেন শুভেন্দু। নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি। প্রয়োজনীয় নির্দেশ এবং পরামর্শ দেন। সব দেখে-শুনে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভানেত্রী অন্তরা ভট্টাচার্য বলছেন, ‘‘সিপিএম, তৃণমূল কেউই আর কাউকে ধরে বেঁচে থাকতে পারবে না। কেশপুরেও বিজেপি এগোবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement