কপ্টার দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা গডকড়ীর

হলদিয়ায় তিনি এসেছেন শিল্পের সুসংবাদ নিয়ে। কিন্তু, বুধবার তাঁর হেলিকপ্টারটি হলদিয়ার মাটি স্পর্শ করার মুহূর্তে দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল। তিনি কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী। পুলিশ সূত্রে খবর, কয়েকটি প্রকল্প এবং একটি বায়ো-ডিজেল কারখানার উদ্বোধন করতে এ দিন হলদিয়ায় পৌঁছন গডকড়ী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হলদিয়া শেষ আপডেট: ২৪ জুন ২০১৫ ১৩:১৪
Share:

কলকাতা বিমানবন্দরে নিতিন গডকড়ী। —নিজস্ব চিত্র।

হলদিয়ায় তিনি এসেছেন শিল্পের সুসংবাদ নিয়ে। কিন্তু, বুধবার তাঁর হেলিকপ্টারটি হলদিয়ার মাটি স্পর্শ করার মুহূর্তে দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল। তিনি কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী।

Advertisement

পুলিশ সূত্রে খবর, কয়েকটি প্রকল্প এবং একটি বায়ো-ডিজেল কারখানার উদ্বোধন করতে এ দিন হলদিয়ায় পৌঁছন গডকড়ী। সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁর হেলিকপ্টারটি হেলিপ্যাডে নামার কথা। গত কয়েক দিন ধরে অনবরত বৃষ্টির জন্য হেলিপ্যাড ঢাকা হয়েছিল বালি দিয়ে। বালি ভিজে যাওয়ায় প্রথমে তার উপর ত্রিপল এবং ত্রিপলের উপর কার্পেট চাপা দেওয়া হয়। এ দিন সকালে বিমানটি হেলিপ্যাডে নামার মুহূর্তে হাওয়ার ধাক্কায় সেই ত্রিপল আর কার্পেট উড়তে থাকে। সেই সময়েই একটি ত্রিপল জড়িয়ে যায় কপ্টারের পাখায়। কিন্তু, কপ্টারটি মাটি প্রায় স্পর্শ করে ফেলায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। রক্ষা পান গডকড়ীও।

তবে, দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে ফেরার অভিজ্ঞতা গডকড়ীর কাছে নতুন নয়। এর আগে ২০১১-য় উত্তরাখণ্ডে সপরিবার তাঁকে নামানোর পরেই ভেঙে পড়েছিল একটি কপ্টার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement