Fwd Bloc

ফ ব-র নেতৃত্বে নরেন, গোবিন্দই

১৫ সদস্যের নতুন রাজ্য সম্পাদকমণ্ডসলীতে নতুন এসেছেন মালদহের শ্রীমন্ত মিত্র ও পূর্ব বর্ধমানের ফজলুল হক। মোট ৭১ জনের নবগঠিত রাজ্য কমিটিতে নতুন মুখ ২২ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:১৩
Share:

নরেন চট্টোপাধ্যায়। ফাইল চিত্র।

দলে ভাঙন ধরলেও রাজ্য নেতৃত্বে রদবদল হল না বাম শরিক দল ফরওয়ার্ড ব্লকে। বারাসতে দলের ১৯তম রাজ্য সম্মেলনে দলের রাজ্য সম্পাদক থাকলেন নরেন চট্টোপাধ্যায়ই। বাংলা কমিটির চেয়ারম্যান হয়েছেন গোবিন্দ রায়ই। তবে ১৫ সদস্যের নতুন রাজ্য সম্পাদকমণ্ডসলীতে নতুন এসেছেন মালদহের শ্রীমন্ত মিত্র ও পূর্ব বর্ধমানের ফজলুল হক। মোট ৭১ জনের নবগঠিত রাজ্য কমিটিতে নতুন মুখ ২২ জন। তিন দিনের রাজ্য সম্মেলনের শেষ দিনে শুক্রবার ‘অশোক ঘোষ স্মারক বক্তৃতা’ করতে বারাসতে গিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। দ্বিতীয় দিনে বাম ঐক্যের উপরে আলোচনায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন সিপিএম এবং সিপিআইয়ের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও স্বপন বন্দ্যোপাধ্যায়, আরএসপি-র সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য প্রমুখ। সম্মেলন উপলক্ষে পদযাত্রা, সমাবেশ-সহ নানা কর্মসূচির আয়োজন হয়েছিল বারাসতে। ফ ব-র উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় জানান, সুভাষচন্দ্র বসুর ঘুরে যাওয়া শহরে জায়গা পেয়ে তাঁর মূর্তি বসানোর ব্যবস্থাও করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement