প্রতীকী ছবি।
শরিকদের মতামতকে গুরুত্ব না দিয়ে সিপিএম কেন বারবার নিজেদের সিদ্ধান্ত বামফ্রন্টে চাপিয়ে দেবে, দ্বিপাক্ষিক বৈঠকে ফের সেই প্রশ্ন তুলল ফরওয়ার্ড ব্লক। বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরে বামফ্রন্টের প্রথম বৈঠকেই ক্ষুব্ধ ফ ব-র নরেন চট্টোপাধ্যায়, হাফিজ আলম সৈরানিরা অভিযোগ করেছিলেন, পাঁচ বছর আগে কংগ্রেসের সঙ্গে সমঝোতা বা এ বার আইএসএফের হাত ধরা— কোনও বিষয়েই ফ্রন্টে আগাম আলোচনা হয়নি। এ ভাবে চললে ফ্রন্ট রাখা অর্থহীন! আলিমুদ্দিনে বৃহস্পতিবার বিমান বসু, সূর্যকান্ত মিশ্রদের মুখোমুখি হয়ে নরেনবাবুরা ফের ফ্রন্ট চালানোর এই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। বিমানবাবুকে লিখিত ভাবেও যাবতীয় আপত্তি জানিয়েছেন তাঁরা। সূর্যবাবুরা বলেছেন, রাজনৈতিক পরিস্থিতির বিচারেই কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফ্রন্ট ভাঙার প্রশ্ন নেই। বিমানবাবুদের কাছে চিঠির উত্তর পেলে কাল, শনিবারের ফ্রন্ট বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন