State News

‘ক্ষোভ থেকে দৃষ্টি ঘোরাতে জাতীয়তাবাদের জিগির’

চাকরির সুযোগ কমছে। ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভ চাপা দিতেই হিন্দু জাতীয়তাবাদের জিগির তোলা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৬:১৮
Share:

ছবি: সংগৃহীত।

জানুয়ারিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক নিগ্রহের ঘটনার পরে প্রফেসর এমেরিটাসের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন অর্থনীতিবিদ অমিত ভাদুড়ী। মঙ্গলবার যাদবপুরে বিশ্ববিদ্যালয়ে ‘ভারতীয় জাতীয়তাবাদ ও অর্থনৈতিক উন্নয়ন’ নিয়ে বললেন তিনি। বিশ্ববিদ্যালয়ের অনিতা ব্যানার্জি মেমোরিয়াল হলে অমিতবাবু জানান, কেন্দ্রীয় সরকার যে-অর্থনীতির পথে চলেছে, তাতে কর্পোরেটদের হাতই শক্ত হচ্ছে। দেশে ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভ থেকে অন্য দিকে দৃষ্টি ঘোরাতেই হিন্দু জাতীয়তাবাদের জিগির তোলা হচ্ছে।

Advertisement

ছাত্রছাত্রীদের আয়োজিত সভায় স্বাধীনতার পর থেকে চলে আসা ভারতের অর্থনীতির উন্নয়ন মডেলের সমালোচনা করেন অমিতবাবু। তাঁর বক্তব্য, নেহরুর আমল থেকে যে-অর্থনীতির মডেল অনুসরণ করা হচ্ছিল, অসাম্যের বীজ ছিল তার মধ্যেই। পরে কংগ্রেস সরকার যে-বাজার অর্থনীতির মডেল অনুসরণ করতে শুরু করে, বিজেপি সরকার এখন সেটাকেই সঙ্গে নিয়ে চলেছে। কেন্দ্র অনেক বেশি স্বাধীনতা দিচ্ছে কর্পোরেটকে। চাকরির সুযোগ কমছে। ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভ চাপা দিতেই হিন্দু জাতীয়তাবাদের জিগির তোলা হচ্ছে। অমিতবাবুর উদ্বেগ, এই সময় বাম শিবির বা সংসদীয় রাজনীতিতে সক্রিয় অন্য কোনও দল অর্থনীতির নয়া দিশা দেখাতে পারছে না। ওই অর্থনীতিবিদ জানান, সিএএ, এনআরসি বা এনপিআরের বিরুদ্ধে আন্দোলনে দলিত ও মুসলিম মহিলারা যে-ভাবে এগিয়ে এসেছেন, তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, দীর্ঘদিন ধরেই ওঁরা শোষিত, নিপীড়িত।

আরও পড়ুন: ট্রাম্পের জয়ধ্বনি বিজেপির

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement