রচপাল সিংহ ফাইল চিত্র
প্রয়াত হলেন প্রাক্তন আইপিএস ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিংহ। দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে ওই হাসপাতালেই তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
প্রাক্তন আইপিএস রচপাল সিংহ ২০১১ ও ২০১৬ সালে হুগলির তারকেশ্বর কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। ২০১১-২০১৬ সাল পর্যন্ত তিনি পর্যটন এবং পরিকল্পনা দফতরের মন্ত্রীও ছিলেন। পরে তিনি রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান হন।
রচপালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘রচপাল সিংহের মৃত্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক জগতে শূন্যতার সৃষ্টি হল। আমি রচপাল সিংহের পরিবার, পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’