BJP

বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন সিপিএম সাংসদ জ্যোতির্ময়ী

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জুন ২০২০ ২০:৫৭
Share:

জ্যোতির্ময়ী শিকদারের হাতে দলীয় পতাকা তুলে দিচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে রাহুল সিনহা। —নিজস্ব চিত্র

জল্পনা ছিল কয়েক দিন ধরেই। অমিত শাহের র‌্যালির দিনে সে জল্পনা সত্যিই হয়ে গেল। প্রাক্তন সিপিএম সাংসদ জ্যোতির্ময়ী শিকদার মঙ্গলবার যোগ দিলেন বিজেপিতে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ নিজে তাঁর হাতে তুলে দিলেন দলের পতাকা।

Advertisement

কৃষ্ণনগরের প্রাক্তন সিপিএম সাংসদ জ্যোতির্ময়ী শিকদার এ দিন সকাল সকালই পৌঁছে গিয়েছিলেন রাজ্য বিজেপির সদর দফতরে। অমিত শাহের ভার্চুয়াল র‌্যালি শুরু হওয়ার আগেই তাঁকে যোগদান করানো হয় দলে। বিজেপি দফতরের যে হলে সাংবাদিক সম্মেলন হয়, সেখানেই এ দিন মঞ্চ তৈরি করা হয়েছিল দিলীপ ঘোষ, মুকুল রায় ও রাহুল সিংহের বসার জন্য। জ্যোতির্ময়ী শিকদারকে সেই মঞ্চে ডেকে তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেন দিলীপ। রাহুল এবং মুকুলও উপস্থিত ছিলেন সেখানে।

প্রাক্তন অ্যাথলিট তথা এক কালের বাম নেত্রী যে বিজেপিতে যোগ দিতে পারেন, সে জল্পনা শনিবার থেকে শুরু হয়েছিল। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সে দিন গিয়েছিলেন জ্যোতির্ময়ীর বাড়িতে। আচমকা বা অকারণেই দিলীপ ঘোষ সেখানে হাজির হয়েছিলেন, এমন নয়। প্রাক্তন সাংসদ চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন দিলীপকে। সে আমন্ত্রণে সাড়া দিয়েই জ্যোতির্ময়ীর বাড়িতে যান দিলীপ এবং সোনাজয়ী অ্যাথলিট তথা এককালের বাম নেত্রীকে পদ্মফুল উপহার দেন। জ্যোতির্ময়ীর এই আমন্ত্রণ এবং দিলীপের উপহার যথেষ্ট ইঙ্গিতপূর্ণ ছিল। অতএব জল্পনা শুরু হয়ে গিয়েছিল রাজ্যের রাজনৈতিক শিবিরে। মঙ্গলবার জল্পনা পরিণতি পেল।

Advertisement

আরও পড়ুন: ‘করোনা এক্সপ্রেসেই’ মমতার প্রস্থান: ভোট-দামামা বাজিয়ে দিয়ে চ্যালেঞ্জ শাহের

আরও পড়ুন: করোনার সঙ্কটেও রাজনীতি! প্রশ্ন তুলে শাহকে পাল্টা আক্রমণ তৃণমূলের

যে কেন্দ্রের সিপিএম সাংসদ ছিলেন জ্যোতির্ময়ী, সেই কৃষ্ণনগরে বিজেপি এক বারই জিতেছিল। ১৯৯৯ সালে বিজেপির টিকিটে ওই আসন থেকে জিতেছিলেন সত্যব্রত মুখোপাধ্যায়। ২০০৪ সালে সত্যব্রত হেরে যান এবং তাঁকে হারিয়েছিলেন এই জ্যোতির্ময়ীই। এ বার তিনিই বিজেপিতে শামিল হয়ে গেলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement