Train cancel

শনিবার রাত থেকে শিয়ালদহ স্টেশনে লাইন মেরামতির কাজ, রবিবারে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন

শিয়ালদহ স্টেশন চত্বরে লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য শনিবার রাত ১১টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত ট্র্যাফিক ব্লক করা হবে। এর জেরে রবিবার বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৭
Share:

শনিবার রাত থেকে শিয়ালদহ স্টেশনে লাইন মেরামতির কাজ, রবিবারে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। ফাইল চিত্র।

শিয়ালদহ স্টেশন চত্বরে লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য শনিবার (১৮ জানুয়ারি) রাত ১১টা থেকে রবিবার (১৯ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ট্র্যাফিক ব্লক করা হবে। শনিবার রাতে ট্রেন চলাচল মোটের উপর স্বাভাবিক থাকলেও রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন।

Advertisement

রবিবার যে ট্রেনগুলি বাতিল থাকছে সেগুলি হল, ৩৩৮১৩ আপ ও ৩৩৮১৬ বনগাঁ লোকাল, ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন হাবড়া লোকাল, ৩২২১১ আপ ও ৩২২১২ ডাউন ডানকুনি লোকাল। এ ছাড়াও যে ট্রেনগুলি ওই দিনের জন্য বাতিল করা হয়েছে সেগুলি হল, ৩১৬১৭ আপ ও ৩১৬১৪ রানাঘাট লোকাল, ৩১৩১১ আপ ও ৩১৩১৪ ডাউন কল্যাণী সীমান্ত লোকাল। ৩১২১৩ আপ ও ৩১২১৪ ডাউন ব্যারাকপুর লোকাল, ৩১৫১৩ ও ৩১৫১৪ শান্তিপুর লোকাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement