সিপিএমের রাজ্য কমিটিতে ৫ নতুন মুখ

বিধানসভা ভোটের আগে রাজ্য কমিটিতে আরও কিছু নতুন মুখ নিয়ে এল সিপিএম। দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে প্রাক্তন বিধায়ক রাহুল ঘোষ এবং কলকাতার নেতা কল্লোল মজুমদারকে অন্তর্ভুক্ত করা হয়েছে রাজ্য কমিটিতে। তাঁদের পাশাপাশিই সোম ও মঙ্গলবার আলিমুদ্দিনে দু’দিনের বৈঠকে আরও তিন জনকে রাজ্য কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ১৯:২৩
Share:

বিধানসভা ভোটের আগে রাজ্য কমিটিতে আরও কিছু নতুন মুখ নিয়ে এল সিপিএম। দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে প্রাক্তন বিধায়ক রাহুল ঘোষ এবং কলকাতার নেতা কল্লোল মজুমদারকে অন্তর্ভুক্ত করা হয়েছে রাজ্য কমিটিতে। তাঁদের পাশাপাশিই সোম ও মঙ্গলবার আলিমুদ্দিনে দু’দিনের বৈঠকে আরও তিন জনকে রাজ্য কমিটির স্থায়ী আমন্ত্রিত সদস্য করা হয়েছে। তাঁদের মধ্যে আছেন আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, পুরুলিয়ার যুব নেতা প্রদীপ রায় এবং ছাত্র সংগঠন এসএফআইয়ের নেত্রী মধুজা সেন রায়। দলীয় নেতৃত্বের তরফে বলা হচ্ছে, রাজ্য কমিটিতে এখন আর ৬০ বছরের বেশি বয়সি কাউকে নতুন সদস্য করা হবে না বলে গত রাজ্য সম্মেলনে ঠিক হয়েছে। সেই অনুসারেই নতুন মুখ হিসাবে তুলনায় তরুণদেরই নেওয়া হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement