বাবা ডাক্তার, কিন্তু ফার্স্ট বয়ের পছন্দ মায়ের ফিজিক্স

কলকাতার পঞ্চসায়র শিক্ষা নিকেতনের পড়ুয়া স্বাগতম হালদার এ বারের উচ্চমাধ্যমিকে প্রথম। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫। টিভি দেখেই আজ প্রথম রেজাল্ট জেনেছেন স্বাগতম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ১৪:০৭
Share:

কলকাতার পঞ্চসায়র শিক্ষা নিকেতনের পড়ুয়া স্বাগতম হালদার এ বারের উচ্চমাধ্যমিকে প্রথম। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫। টিভি দেখেই আজ প্রথম রেজাল্ট জেনেছেন স্বাগতম। সকাল থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসতে ভাসতে শেয়ার করলেন তাঁর ভবিষ্যত পরিকল্পনার কথা। বাবা চিকিত্সক হলেও স্বাগতম অঙ্ক বা পদার্থবিদ্যা নিয়ে পড়তে চান তিনি।

Advertisement

ছোট থেকেই মায়ের কাছে পড়াশোনা। স্কুলে পড়ানোর পাশাপাশি মা সবসময় ছেলেকে গাইড করেছেন। মায়ের কাছে পড়েই পদার্থবিদ্যায় আগ্রহ। সাহিত্য পছন্দ হলেও অঙ্ক বা পদার্থবিদ্যার জটিল রহস্য তাঁর কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং।

অবসর কী ভাবে কাটাতেন স্বাগতম?

Advertisement

না! অবসর তেমন একটা মেলে না। তবে গল্পের বই তাঁর নিত্যসঙ্গী। সত্যজিত্ রায়ের লেখা পড়তে সবচেয়ে ভালবাসেন। আর পছন্দের চরিত্র? ঝটিতি জবাব, ‘ফেলুদা’।

সময় ধরে পড়া না পসন্দ স্বাগতমের। আর জুনিয়রদের জন্য সাজেশন? সহাস্য জবাব, ‘‘আমার থেকে ভাল সাজেশন তো টিচাররা দেবেন।’’

আরও পড়ুন, ট্রাই করেছিলাম, বান্ধবী হয়নি, বললেন উচ্চমাধ্যমিকে প্রথম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement