অমিত মিত্র ও অশোক লাহিড়ী। ফাইল চিত্র।
দেশের তাবড় শিল্পপতিরা দেশ ছেড়ে চলে যাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। এ বার বিজেপি শিবির থেকে সেই আক্রমণের জবাব দিলেন বালুরঘাটের অর্থনীতিবিদ বিধায়ক অশোক লাহিড়ী। শনিবার দুপুরে রাজ্যের অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে টুইট করেন তিনি। অশোক লেখেন, ‘দেশ থেকে সৎ বিত্তশালীরা চলে গেলে আমিও উদ্বিগ্ন হব, কিন্তু বেশি উদ্বিগ্ন হচ্ছি শুধু বিত্তবানরা নয়, ছাত্র, পরিযায়ী শ্রমিক ও রুগীরাও অন্য রাজ্যে চলে যাচ্ছেন। গত ১০ বছরে বাংলা থেকে কত বিত্তশালী, ছাত্র, পরিযায়ী শ্রমিক ও রুগী অন্য রাজ্যে গেছেন, তার পরিসংখ্যানও প্রকাশ করুন রাজ্যের অর্থমন্ত্রী।’
প্রসঙ্গত, শুক্রবার টুইটারে ক্ষোভ প্রকাশ করে রাজ্যের অর্থমন্ত্রী লিখেছিলেন, ‘গত সাত বছরে দেশ ছেড়েছেন মোট ৩৫,০০০ বিত্তশালী উদ্যোগপতি! তাঁর জমানায় এত বেশি ভারতীয় উদ্যোগপতি কেন দেশত্যাগ করেছেন।’ এ নিয়ে সংসদে প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করুন বলেও দাবি করেছিলেন অমিত। উপদেষ্টা সংস্থা মর্গ্যান স্ট্যানলির রিপোর্ট সহ বিভিন্ন নথি তুলে ধরে টুইটে অমিত লিখেছিলেন, ‘২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত এই বিপুল সংখ্যক বিত্তবান উদ্যোগপতি ভারত ছেড়েছেন। হয়েছেন অনাবাসী ভারতীয়। যেমন, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশ ছেড়েছেন ২৩,০০০ জন। ঘর ছাড়ার এই দৌড়ে বিশ্বে ভারত প্রথম।' তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালে আরও ৭০০০ ও ২০২০ সালে ৫০০০ জন ভিন্ দেশে পাড়ি দিয়েছেন। তার পরেই অমিতের প্রশ্ন, 'কেন এই ঘটনা ঘটেছে? আতঙ্কের কারণে?’
মনে করা হচ্ছে, অর্থনীতিবিদ অর্থমন্ত্রীর আক্রমণের জবাব বিজেপি শিবির দিতে চেয়েছে একজন অর্থনীতিবিদ মারফতই। তাই এ ক্ষেত্রে টুইট করে পাল্টা আক্রমণ শানিয়েছেন বালুরঘাটের বিজেপি বিধায়ক। উল্লেখ্য, বিধানসভার বাজেট অধিবেশন এক প্রশ্নের উত্তরে বামফ্রন্ট জমানার বাজেটের থেকে অমিতের বাজটেকে এগিয়ে রেখেছিলেন এই বিজেপি বিধায়ক। এ বার সেই বিধায়কই আক্রমণ শানালেন তাঁর বর্ণিত 'এগিয়ে থাকা' অর্থমন্ত্রীকেই। অমিতের শ্বেতপত্র প্রকাশের দাবি প্রকাশের পরেই পাল্টা রাজ্যের তথ্য উদ্ঘাটনের দাবি জানালেন অশোক।