মহিলারা দিচ্ছেন বিয়ে। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
আচার অনুষ্ঠান বাঙালিদের বিয়ের অন্যতম আকর্ষণ। শুভদৃষ্টি, মালাবদলের মতো অনুষ্ঠান দেখতে বিয়ের মণ্ডপে উপচে পড়ে ভি়ড়। আবার কন্যাদান বা কনকাঞ্জলির মতো বিতর্কিত আচারও মেনে চলা হয় বিয়ের সময়। সম্প্রতি সেই প্রথা মানতে অস্বীকার করলেন এক বাবা। বিয়েতে কন্যাদান করার সময় বেঁকে বসলেন তিনি।
সম্প্রতি অস্মিতা ঘোষ নামের এক মহিলা টুইটারে শেয়ার করেছেন বাঙালি বিয়েতে ঘটা ঘটনা। তবে এই বিয়েটি আর পাঁচটা বিয়ের থেকে একটু হলেও আলাদা। চিরাচরিত পুরোহিতের বদলে এখানে বিয়ে দিচ্ছিলেন মহিলা পুরোহিত।
পাশাপাশি বিয়েতে কন্যাদান করার সময় বেঁকে বসেন পাত্রীর বাবা। তবে এমনি এমনি বেঁকে বসেননি তিনি। কন্যাদান করতে অস্বীকার করার কারণও দেখিয়েছেন। তাঁর কথায়, আমার মেয়ে কোনও বস্তু নয় যে তাঁকে দান করব।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা চাউর হতেই নেটিজেনদের প্রশংসায় ভেসে গেছেন কন্যাদান করতে অস্বীকার করা ওই ব্যক্তি।
প্রগতিশীল মানুষরা ‘কন্যাদান’ প্রথাটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। কারণ এই প্রথার সময় কন্যারা বস্তু হিসাবে বিবেচিত হচ্ছে বলে যুক্তি দিয়েছেন অনেকেই। বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিনও টুইটারে এই প্রথার বিরুদ্ধে লিখেছেন।
কিছু দিন আগেই এ রকমই একটি বাঙালি বিয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। সেখান শ্বশুড়বাড়ি যাওয়ার সময় একমুঠো চাল ছিটিয়ে পিতৃঋণ শোধ করতে অস্বীকার করেছিলেন পাত্রী।
আরও পড়ুন: রাজ্যের সেরা থানার শিরোপা পেল কালিয়াগঞ্জ
(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবরআমাদের রাজ্য বিভাগে।)