বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।ফাইল চিত্র।
অসমের জাতীয় নাগরিক পঞ্জিতে যে ৪০ লক্ষ মানুষের নাম ওঠেনি, তাঁদের মধ্যে ১৫ লক্ষ হিন্দু বাঙালি এবং ১১ থেকে ১২ লক্ষ সংখ্যালঘু বাঙালি। দাবি করলেন, অসম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য। তাঁর অভিযোগ, অসম স্টুডেন্টস ইউনিয়ন এবং বিজেপি চাইছে, অসম থেকে বাঙালিদের বিতাড়িত করতে। নাগরিক পঞ্জি তারই প্রমাণ।
তাঁর বক্তব্যের বিরোধিতা করে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘ওঁর উপর কি কেউ আক্রমণ করেছেন? ক’জন বাঙালিকে তাড়ানো হয়েছে অসম থেকে। উনি তার জবাব দিন। প্রমাণ থাকলে দেখান।’’
শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি সভায় যোগ দিতে এসেছিলেন তপোধীরবাবু। সেখানে তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদী, অমিত শাহেরা শুধু অসম নয়, সারা ভারতেই বাঙালি জাতীয়তাবোধকে অবদমিত করতে চাইছেন। অসম, বিহার, ঝাড়খণ্ড, এমনকি, উত্তরাখণ্ডেও বাঙালিদের উপর আক্রমণ নেমে আসছে। তার প্রমাণ আমার কাছে আছে।’’