গারুলিয়া পুরসভা।—ফাইল চিত্র।
নির্দল প্রার্থী হিসেবে জিতেছিলেন গারুলিয়া পুরসভায়। পরে যোগ দেন তৃণমূলে। তারও পরে নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংহের মতোই বিজেপিতে যান তাঁর দাদা চন্দ্রভান সিংহ। এ বার বিজেপি ছেড়ে তিনি ফিরে এলেন তৃণমূলে। চন্দ্রভানের প্রত্যাবর্তনের পরে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, গারুলিয়া পুরসভা তাঁদের দখলে আসতে চলেছে কয়েক দিনের মধ্যেই।
গারুলিয়া পুরসভার চেয়ারম্যান সুনীল তৃণমূলের টিকিটে কাউন্সিলর হয়েছিলেন। বিধায়কও হন তৃণমূলের হয়ে লড়াই করে। পরে সুনীল ও চন্দ্রভান নাম লেখান পদ্ম শিবিরে। শুক্রবার বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তৃণমূলের জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে ঘাসফুলে যোগ দিয়েছেন তিনি। চন্দ্রভান বলেন, ‘‘বিজেপিতে গিয়ে কাজ করতে পারছিলাম না। আমি তো কাউন্সিলর, উন্নয়নের কাজ করা দরকার। তাই ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি।’’