বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
তাঁর দফতরকে না জানিয়ে নারদ-কাণ্ডে দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম এবং বিধায়ক মদন মিত্রের নামে চার্জশিট দেওয়ায় ইডি ও সিবিআইয়ের আধিকারিকদের ডেকে পাঠিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের তলবে কাল, বুধবার তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু ইডি সূত্রের দাবি, স্পিকারকে জবাবি চিঠি দিয়ে তাদের পদক্ষেপের আইনি ব্যাখ্যা জানিয়ে দেওয়া হয়েছে। সেখানেই তারা কেন্দ্রীয় সংস্থার অবস্থান স্পষ্ট করে দিয়েছে। তা হলে কি স্পিকারের ডাকে ইডি-র আধিকারিকেরা হাজিরা দেবেন না? হাজিরার সম্ভাবনা যে ক্ষীণ, তার ইঙ্গিত দিয়ে ইডি সূত্রের বক্তব্য, চিঠিতেই আইনি ব্যাখ্যা দেওয়া আছে। স্পিকার বিমানবাবু অবশ্য জানিয়েছেন, সোমবার বিকাল পর্যন্ত তাঁর কাছে এমন কোনও চিঠি আসেনি। বিকাল ৫টা পর্যন্ত তিনি নিজের দফতরেই ছিলেন। স্পিকারের তলবের প্রেক্ষিতে আর এক কেন্দ্রীয় সংস্থা সিবিআই কী করবে, তা এখনও স্পষ্ট নয়।