জাতীয় নির্বাচন কমিশন। —ফাইল চিত্র।
ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার মধ্যেই রাজ্যে প্রতিনিধি পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের দাবি, ভোটার তালিকা নিয়ে ওঠা বিস্তর অভিযোগের কারণেই সেক্রেটারি এবং আন্ডার-সেক্রেটারি পদমর্যাদার দুই আধিকারিককে কলকাতায় পাঠিয়েছে দিল্লির নির্বাচন সদন। কমিশন সূত্রের বক্তব্য, এই আধিকারিকদের আসা নিয়মমাফিক। প্রতি বছরই ভোটার তালিকা সংশোধনের সময়ে এমন অফিসারদের পাঠায় কমিশন। প্রসঙ্গত, চলতি সংশোধন প্রক্রিয়ার উপর ভিত্তি করে আগামী ৫ জানুয়ারি সংশোধিত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে।
শুক্রবার কমিশনের প্রতিনিধিরা বালিগঞ্জ, শ্যামপুকুর বিধানসভা এলাকায় তালিকা সংশোধনের কাজ ঘুরে দেখেন। সূত্রের খবর, উত্তর এবং দক্ষিণ কলকাতার অন্তত সাতটি বিধানসভা কেন্দ্রের কাজকর্ম খতিয়ে দেখতে পারেন কমিশনের প্রতিনিধিরা। জানা গিয়েছে, ভোটার তালিকায় নতুন ভোটারের নাম তুলনায় কম উঠলে, মৃত ভোটারের নাম থাকলে বা দুই কেন্দ্রে নাম থাকা ভোটারের বিষয়টি খতিয়ে দেখতে পারেন প্রতিনিধিরা।
প্রসঙ্গত, এর আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে একাধিক বার অভিযোগ করেছেন বিরোধীরা। ভোটার তালিকা সংশোধনের কাজে যে কর্মীদের যুক্ত থাকার কথা নয়, তাঁদের যুক্ত করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছিল বিজেপি।