COVID-19

Covid 19: যাত্রী নেই, করোনা পরিস্থিতিতে ১০টি বিশেষ দূরপাল্লার ট্রেন বাতিল শিয়ালদহ-হাওড়া থেকে

উত্তরবঙ্গে যাওয়া আসার ট্রেন ছাড়াও বন্ধ করা হয়েছে পুরীতে যাতায়াতের দু’টি ট্রেন। বুধবার থেকেই কার্যকর হবে নির্দেশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০২১ ১৮:২৫
Share:

প্রতীকী ছবি।

করোনা পরিস্থিতিতে যাত্রী হচ্ছে না। তাই ১০টি বিশেষ ট্রেনের পরিষেবা বন্ধ করল পূর্ব রেল। মঙ্গলবার একটি নোটিস দিয়ে তারা জানিয়েছে, বুধবার থেকেই কার্যকর হবে এই নির্দেশ। পূর্ব রেলের তরফে মঙ্গলবার ওই ১০টি ট্রেনের নাম জানিয়ে নোটিস দেওয়া হছে। এর মধ্যে উত্তরবঙ্গ থেকে যাওয়া-আসার বেশ কয়েকটি ট্রেন ছাড়াও রয়েছে শিয়ালদহ থেকে পুরীতে যাতায়াতের দু’টি ট্রেন।

Advertisement

শিয়ালদহ থেকে জলপাইগুড়ি যাওয়া আসার ট্রেন, কলকাতা-হলদিবাড়ি, কলকাতা শিলঘাট এবং হাওড়া বালুরঘাট স্পেশ্যাল ট্রেন পরিষেবাটিও বন্ধ করার নোটিস দিয়েছে পূর্ব রেল। এর মধ্যে শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেনটি দৈনিক। শিয়ালদহ থেকে এই ট্রেনটির পরিষেবা বন্ধ হবে ২০ মে থেকে। জলপাইগুড়ি থেকে এই ট্রেন শেষ ছাড়বে ২১ মে।

পূর্ব রেলওয়ের ওই নোটিস।

পূর্ব রেলওয়ের ওই নোটিস। গ্রাফিক— শৌভিক দেবনাথ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement