DYFI

কলকাতা যুব নেতৃত্বে সোহম, শ্রীজীব

উত্তর কলকাতার মোহিত মৈত্র মঞ্চে গত শুক্রবার থেকে শুরু হয়েছিল সম্মেলন। উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ০৬:৪৪
Share:
ডিওয়াইএফআইয়ের কলকাতা জেলা সম্মেলনে নতুন নির্বাচিত জেলা সম্পাদক ও জেলা সভাপতি।

ডিওয়াইএফআইয়ের কলকাতা জেলা সম্মেলনে নতুন নির্বাচিত জেলা সম্পাদক ও জেলা সভাপতি। —নিজস্ব চিত্র।

ডিওয়াইএফআই কলকাতা জেলার ২৪তম সম্মেলন থেকে সংগঠনের জেলা সম্পাদক হলেন শ্রীজীব বিশ্বাস ও সভাপতি হলেন সোহম মুখোপাধ্যায়। এর আগে শ্রীজীব ছাত্র সংগঠন এসএফআইয়েরও কলকাতা জেলা সম্পাদক ছিলেন। উত্তর কলকাতার মোহিত মৈত্র মঞ্চে গত শুক্রবার থেকে শুরু হয়েছিল সম্মেলন। উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। সম্মেলনের শেষ দিনে, রবিবার ৬৭ জনের নতুন জেলা কমিটি ও ২২ জনের সম্পাদকমণ্ডলী গঠন করা হয়েছে। সোহম, শ্রীজীব ছাড়াও সৈনিক সুর তহবিলের ও দীপক সিংহ পত্রিকার দায়িত্ব পেয়েছেন। সম্মেলন শুরুর আগে পাইকপাড়া মিনি বাসস্ট্যান্ডে সমাবেশ হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন