সংসদ অভিযানে যাচ্ছে ডিওয়াইএফআই। ফাইল চিত্র।
আমাদের চাকরি কোথায় গেল, এই প্রশ্ন সামনে রেখে সংসদ অভিযানে যাচ্ছে ডিওয়াইএফআই। দেশ জুড়ে বেকারত্বের প্রতিবাদে এবং শূন্য পদে নিয়োগের দাবিতে আগামী ৩ নভেম্বর সংসদ অভিযান এবং দিল্লির যন্তর মন্তরে সমাবেশ করবে তারা। সারা দেশে প্রতিবাদ উঠলেও সেনাবাহিনীতে অস্থায়ী নিয়োগের ‘অগ্নিবীর’ প্রকল্প চালু করতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। সেই সময়েই সিপিএমের যুব সংগঠনের দিল্লির মিছিল এবং সমাবেশে সেনাবাহিনীতে ওই অস্থায়ী নিয়োগ প্রকল্প বাতিল করার দাবি ফের তোলা হবে। ওই সমাবেশে বক্তা হিসেবে থাকার কথা সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, দলের পলিটবুরো সদস্য নীলোৎপল বসু, ডিওয়াইএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমাঙ্গরাজ ভট্টাচার্য এবং অন্যান্য যুব নেতৃত্বের। ডিওয়াইএফআইয়ের বক্তব্য, কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের ২০২১ সালের দেওয়া তথ্যেই দেখা যাচ্ছে, গত ৪৫ বছরের মধ্যে দেশে কর্মসংস্থানহীনতার হার এখন সর্বোচ্চ। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন বছরে দু’কোটি চাকরি হবে! ‘চলো দিল্লি’ অভিযানে অংশগ্রহণ করতে যাচ্ছেন এ রাজ্যের সিপিএমের যুব সংগঠনের প্রতিনিধিরাও।