ডিওয়াইএফআইয়ের অন্তর্বর্তী সর্বভারতীয় সভাপতি এ এ রহিম। নিজস্ব চিত্র।
পরিবর্তন হল সিপিএমের যুব সংগঠনের সর্বভারতীয় সভাপতি পদে। নতুন সভাপতি হলেন এ এ রহিম। তিনি আগে কেরলে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক ছিলেন। রহিমকে অবশ্য দায়িত্ব দেওয়া হয়েছে আপাতত অন্তর্বর্তী সময়ের জন্য। ডিওয়াইএফআইয়ের বিদায়ী সর্বভারতীয় সভাপতি পি এ মহম্মদ রিয়াস বিধানসভা ভোটে জিতে এখন কেরলের পূর্তমন্ত্রী হয়ে গিয়েছেন। ঘটনাচক্রে, তিনি কেরলের মুখ্যমন্ত্রী এবং সিপিএমের পলিটবুরো সদস্য পিনারাই বিজয়নের জামাই। রিয়াস সরকারি দায়িত্বে চলে যাওয়ায় যুব সংগঠনে তাঁর জায়গায় আনা হয়েছে রহিমকে। ডিওয়াইএফআইয়ের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে ঠিক হয়েছে, সবর্ভারতীয় সম্মেলন পর্যন্ত রহিমই দায়িত্ব পালন করবেন। কবে সর্বভারতীয় সম্মেলন হবে, সেই তারিখ এখনও ঠিক হয়নি। বাংলায় সংগঠনের রাজ্য সম্মেলন হয়ে গেলেও বেশ কিছু রাজ্যে এখনও সম্মেলন-পর্ব বাকি।