ফাইল চিত্র।
সাত বছর পর মুক্তির স্বাদ পেতে চলেছে একটি পাকিস্তানি পরিবার। দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি পাক নাগরিকদের আজ, শনিবার প্রজাতন্ত্র দিবসে ওই সুখবর জানানো হবে।
পাসপোর্ট সংক্রান্ত গোলমালের জন্য ২০১২ সালে উত্তর ২৪ পরগনার টিটাগড় থেকে গ্রেফতার হন পাক নাগরিক দুই বোন আজরা ও ইশরাত। তাঁদের সঙ্গে গ্রেফতার করা হয়েছিল বাবা, মা এবং ভাইকেও। সঙ্গে ছিল ইশরাতের শিশুকন্যাও। পরে শ্রীরামপুর মহকুমা সংশোধনাগারে ঠাঁই হয় আজরাদের। ২০১৬ সালে দমদম সংশোধনাগারে জায়গা পান তাঁরা। সেখানে বছর দুয়েক থাকার পরেই পাক দূতাবাস থেকে আজরাদের মুক্তির বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র দমদম সংশোধনাগারে পৌঁছয়। সেই খবরই আজ জানতে পারার কথা আজরাদের।
দমদম সংশোধনাগারে মহিলা ক্রিকেটে দাপিয়ে খেলছেন আজরা-ইশরাতেরা। সংশোধনাগারের মূল ফটক প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাঙানো হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রজাতন্ত্র দিবসে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে একাধিক কর্মসূচি রয়েছে। সেখানে ভারতের জাতীয় পতাকা আঁকার ওয়ার্কশপ শুরু হতে চলেছে। অংশ নেবেন ২৪ জন বন্দি। ছবি আঁকার সঙ্গে যুক্ত তাঁদের মধ্যে ১৬ জন। থাকবেন আরও আটজন বিদেশি বন্দি। যে তালিকায় রয়েছেন পাকিস্তানের আজরা-ইশরাত, দক্ষিণ আফ্রিকার সাভিত্রি, বলিভিয়ার জেনি-রাও। প্যারেডেও অংশ নেবেন বন্দিরা। শনিবার বিকেলে সংশোধনাগারে মঞ্চস্থ হবে ‘রক্তকরবী’ নাটকও।