Drinking Water Crisis

পানীয় জলের সমস্যা দমদমের একাংশে, স্থায়ী সমাধান চান বাসিন্দারা

পুরসভা সূত্রের খবর, ১০, ১১ এবং ১৪ নম্বর ওয়ার্ডে পানীয় জল সরবরাহের সমস্যা কিছুটা বেশি। তুলনায় কম হলেও সমস্যা রয়েছে ১৫ এবং ১৬ নম্বর ওয়ার্ডে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ০৯:৩৮
Share:
বাড়ছে পানীয় জলের সমস্যা।

বাড়ছে পানীয় জলের সমস্যা। — প্রতীকী চিত্র।

গরম ধীরে ধীরে বাড়তেই দমদম পুর এলাকায় মাঝেমধ্যে পানীয় জলের সমস্যা মাথাচাড়া দিতে শুরু করেছে। সম্প্রতি কয়েকটি ওয়ার্ডে এই সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। যদিও পুর কর্তৃপক্ষের দাবি, গঙ্গা থেকে আসা জলের পরিমাণ কখনও-সখনও কমে গেলে মূলত এই সমস্যা দেখা দিচ্ছে। সে ক্ষেত্রে ভূগর্ভস্থ জল তুলে আপাতত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

Advertisement

পুরসভা সূত্রের খবর, ১০, ১১ এবং ১৪ নম্বর ওয়ার্ডে পানীয় জল সরবরাহের সমস্যা কিছুটা বেশি। তুলনায় কম হলেও সমস্যা রয়েছে ১৫ এবং ১৬ নম্বর ওয়ার্ডে। এক পুরকর্তা জানান, দমদম পুরসভার ২২টি ওয়ার্ড মিলিয়ে দৈনিক জলের চাহিদা ৬০ লক্ষ গ্যালন। কিন্তু যে পরিমাণ জল পাওয়া যায়, তাতে এমনিতেই ঘাটতি রয়েছে। এর উপরে সরবরাহ আরও কমলে সমস্যা বাড়ে। সে ক্ষেত্রে ভূগর্ভস্থ জল তুলে মিশ্রিত জল সরবরাহ করা হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, সরবরাহ করা জল মাঝেমধ্যেই কম আসছে। বাড়িতে জলের ট্যাঙ্ক ভর্তি হতে সময় লাগছে। বাধ্য হয়ে জল কিনে খেতে হচ্ছে তাঁদের।

দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট জানান, গরমে জলস্তর নেমে যাওয়ায় গঙ্গা থেকে আসা জলের পরিমাণ মাঝেমধ্যে কিছুটা কমছে। সে ক্ষেত্রে মাটির নীচের জল ব্যবহার করে সমস্যা মেটানো হচ্ছে। বাসিন্দাদের বক্তব্য, পর্যাপ্ত পরিমাণে পরিস্রুত পানীয় জল সরবরাহ করতে পরিকল্পনা করুক প্রশাসন।

Advertisement

দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিংহ জানান, পরিস্রুত পানীয় জল সরবরাহ করার লক্ষ্যে বিস্তারিত প্রকল্প রিপোর্ট ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে। ওই রিপোর্ট অনুমোদিত হলে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement