Eastern Railway

চলবে রেললাইন রক্ষণাবেক্ষণের কাজ, শনি-রবিতে শিয়ালদহ-রানাঘাট শাখায় বাতিল বহু লোকাল

শনিবার (২১ জানুয়ারি) রাত ১০টা থেকে রবিবার (২২ জানুয়ারি‌) সকাল ১০টা পর্যন্ত শিয়ালদহ শাখার ওই অংশে পাওয়ার ব্লক থাকায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করার কথা জানিয়েছে রেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ২০:৩৯
Share:

শনি-রবিতে শিয়ালদহ-রানাঘাট শাখায় বাতিল বহু লোকাল ট্রেন। ফাইল চিত্র।

রেল লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্য পূর্ব রেলের শিয়ালদহ-রানাঘাট শাখায় আগামী শনিবার এবং রবিবার একাধিক ট্রেন বাতিল থাকবে। শনিবার (২১ জানুয়ারি) রাত ১০টা থেকে রবিবার (২২ জানুয়ারি‌) সকাল ১০টা পর্যন্ত পাওয়ার ব্লক থাকায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করার কথা জানিয়েছে রেল।

Advertisement

শনিবার বাতিল থাকবে ৩১৬২৯ আপ শিয়ালদহ-রানাঘাট এবং ৩১৬৩৬ ডাউন রানাঘাট শিয়ালদহ লোকাল। রবিবার বাতিল থাকবে ৩১৬১৭ আপ শিয়ালদহ-রানাঘাট লোকাল, ৩১৬২২ ডাউন রানাঘাট-শিয়ালদহ লোকাল, ৩১৪৭১ ও ৩১৪১৫ আপ শিয়ালদহ-নৈহাটি লোকাল, ৩১৪১৮ ও ৩১৪২০ ডাউন নৈহাটি –শিয়ালদহ লোকাল, ৩১৩১৭ এবং ৩১৩১৮ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement