water

Bankura: পানীয় জলের পাইপ খুলতেই বেরিয়ে এল সাপ, পোকা! বাঁকুড়ায় জলাতঙ্কে মানুষ

স্থানীয় বাসিন্দা সরোজ মণ্ডল বলেন, ‘‘পুরসভা পরিশ্রুত জলের নামে দূষিত জল সরবরাহ করে আসছিল। আমরা অজান্তে সেই জল পান করছিলাম। বরাত জোরে বেঁচে আছি!’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৯:০১
Share:

জলের পাইপ খুলতেই বেরিয়ে এল সাপ! নিজস্ব চিত্র।

কোথাও জলের পাইপ খুললে বেরোচ্ছে রাশি রাশি টাকা। কোথাও আবার পাইপ লাইন থেকে বেরোচ্ছে সাপ, ব্যাঙ, পোকামাকড়। বেঙ্গালুরু থেকে বাঁকুড়া, পানীয় জলের পাইপ লাইনে জল বাদে মিলছে প্রায় সব কিছুই!

মেরামতির জন্য পুরসভার পানীয় জল সরবরাহের পাইপ লাইন খুলতেই বেরিয়ে এল সাপ, মাছ, ব্যাঙ ও পোকামাকড়। তাতেই আতঙ্কে বাঁকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কবরডাঙা এলাকার বাসিন্দারা। খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রশাসকমণ্ডলীর সদস্য গৌতম দাস। বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব।

Advertisement

বাঁকুড়া শহরের ১৮ নম্বর ওয়ার্ডের কবরডাঙা এলাকায় গত কয়েক দিন ধরে পুরসভার পাইপ লাইনে জল আসেনি। অভিযোগ, বাসিন্দারা বার বার পুরসভায় অভিযোগ জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা নিজেরাই পাইপ লাইন খুলে মেরামতি শুরু করেন।

কিন্তু পাইপ খুলতেই তাজ্জব মানুষ। ভিতর থেকে বেরিয়ে আসে সাপ, মাছ, ব্যাঙ-সহ বিভিন্ন পোকামাকড়। স্থানীয় বাসিন্দা সরোজ মণ্ডল বলেন, ‘‘পুরসভা পরিশ্রুত পানীয় জল সরবরাহের নামে দিনের পর দিন দূষিত জল সরবরাহ করে আসছিল। আমরা অজান্তেই সেই দূষিত জল পান করছিলাম। বরাত জোরে এখনও বেঁচে আছি।’’ স্থানীয় গৃহবধূ মায়া দাস বলেন, ‘‘আমরা বস্তিতে থাকি। তাই পুরসভার কাছে আমাদের কোনও দাম নেই। সেই জন্যই এত দিন ধরে দূষিত জল সরবরাহ করে আসছে পুরসভা।’’

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে যান বাঁকুড়ার পুর প্রশাসকমণ্ডলীর সদস্য গৌতম দাস। তিনি বলেন, ‘‘খবর পাওয়ার পরই বিদায়ী কাউন্সিলর ও পুরসভার জল সরবরাহ দফতরের আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। পাম্পিং স্টেশন থেকে পাইপ লাইনে সাপ বা মাছ আসার কথা নয়। জল দূষণেরও সম্ভাবনা নেই। পাইপ লাইনে কোনও ছিদ্র দিয়ে সাপ ঢুকে পড়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে। পাইপ লাইনটি পরিষ্কার করা হচ্ছে।’’

ঘটনায় তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। বিজেপি-র বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি বিবেকানন্দ পাত্র বলেন, ‘‘বাঁকুড়া পুরসভা বলছে, তারা শহরের সর্বত্র পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিয়েছে। পরিশ্রুত পানীয় জলে সাপ পাওয়া যায় নাকি? বাঁকুড়া পুরসভার বেহাল অবস্থার জ্বলন্ত প্রমাণ এই ঘটনা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement