Howrah Water Crisis

কলের জল মিশছে নর্দমায়, রাস্তাও ভেসে যাচ্ছে দুর্গন্ধময় কালো জলে! হাওড়ায় ফের জলকষ্টের সম্ভাবনা

ধসের জেরে পাইপলাইন ফেটে দিন দুয়েক জল সরবরাহ বন্ধ ছিল হাওড়ার বিস্তীর্ণ এলাকায়। সেই সমস্যা মিটতে না-মিটতেই আবার পানীয় জল সরবরাহ নিয়ন্ত্রিত হতে চলেছে হাওড়ার বেলগাছিয়ায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ১৬:১৮
Share:
উপচে পড়ছে কলের জল। মিশছে নর্দমায়।

উপচে পড়ছে কলের জল। মিশছে নর্দমায়। —নিজস্ব চিত্র।

ধসের জেরে পাইপলাইন ফেটে দিন দুয়েক জল সরবরাহ বন্ধ ছিল হাওড়ার বিস্তীর্ণ এলাকায়। সেই সমস্যা মিটতে না-মিটতেই হাওড়ার বেলগাছিয়ায় আবার জল সরবরাহ নিয়ন্ত্রিত হতে চলেছে ।

Advertisement

ভাগাড়ে ধসের কারণে নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। এর ফলে নর্দমায় মিশছে কলের জল। রাস্তাঘাটও ভেসে যাচ্ছে দুর্গন্ধময় কালো জলে। এই পরিস্থিতিতে নিকাশি ব্যবস্থা মেরামত করতেই সন্ধ্যাবেলায় জল সরবরাহ বন্ধ রাখা হবে বেলগাছিয়ায়। উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী বলেন, ‘‘সকালে ও দুপুরে জল দেওয়া হলেও সন্ধ্যার জল কয়েক দিন পাবেন না বাসিন্দারা। ভাগাড়ে ধসের কারণে এখানে নিকাশি ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে। ফলে রাস্তায় জল জমছে। সেই জল নর্দমায় মিশে দুর্গন্ধময় কালো জল রাস্তায় জমে যাচ্ছে। ড্রেন তৈরির কাজ শুরু হয়েছে। শেষ না হওয়া পর্যন্ত সন্ধ্যার জল বন্ধ থাকবে।’’

অন্য দিকে, বেলগাছিয়া ভাগাড়ের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে থাকার ব্যবস্থা করেছে প্রশাসন। কিন্তু প্রশাসনিক সূত্রে দাবি, বাসিন্দারা রাজি হচ্ছেন না। বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। তাঁদের সঙ্গে বার বার কথা বলা হচ্ছে। শুক্রবার তাঁদের সঙ্গে কথা বলা হবে বলে জানালেন জেলাশাসক পি দিপপপ্রিয়া। তিনি বলেন, ‘‘অন্যত্র সরানো না হলে মাটি পরীক্ষা করা যাবে না। পরীক্ষা করা যাবে না, কতটা বিপজ্জনক ওই এলাকা। থাকার জন্য কন্টেনারের কাজ চলছে। তা ছাড়া কয়েকটি স্কুলবাড়িতে ব্যবস্থা করা হয়েছে।’’ পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য বাপি মান্না বলেন, ‘‘বাসিন্দাদের বাড়ি বানিয়ে দেওয়া হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement