হিঙ্গলগঞ্জের নদীতে তলিয়ে গেল অতিরিক্ত যাত্রী-বোঝাই নৌকো

অতিরিক্ত যাত্রী নিয়ে ফেরি পারাপারের সময়ে জলের তোড়ে উল্টে গেল নৌকো। সোমবার দুপুরে হিঙ্গলগঞ্জের পূর্ব খেজুরবেড়িয়া এবং নবীনগঞ্জের মধ্যে গৌড়েশ্বর নদীতে এই ঘটনায় যাত্রীরা কোনও রকমে সাঁতরে পাড়ে উঠতে পারলেও নৌকোয় থাকা কয়েকটি মোটর বাইক ও সাইকেল তলিয়ে গিয়েছে। ডুবেছে নৌকোটিও। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন বেলা ১২টা নাগাদ ৪০-৪৫ জন যাত্রীকে নিয়ে নৌকোটি নবীনগঞ্জের দিক থেকে পূর্ব খেজুরবেড়িয়া গ্রামের দিকে পাড়ি দেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ১০ জুন ২০১৪ ০০:৩৮
Share:

অতিরিক্ত যাত্রী নিয়ে ফেরি পারাপারের সময়ে জলের তোড়ে উল্টে গেল নৌকো। সোমবার দুপুরে হিঙ্গলগঞ্জের পূর্ব খেজুরবেড়িয়া এবং নবীনগঞ্জের মধ্যে গৌড়েশ্বর নদীতে এই ঘটনায় যাত্রীরা কোনও রকমে সাঁতরে পাড়ে উঠতে পারলেও নৌকোয় থাকা কয়েকটি মোটর বাইক ও সাইকেল তলিয়ে গিয়েছে। ডুবেছে নৌকোটিও। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন বেলা ১২টা নাগাদ ৪০-৪৫ জন যাত্রীকে নিয়ে নৌকোটি নবীনগঞ্জের দিক থেকে পূর্ব খেজুরবেড়িয়া গ্রামের দিকে পাড়ি দেয়। পুলিশ জানায়, ছোট নৌকোয় যাত্রীর সংখ্যা ছিল অনেকটাই বেশি। নৌকো খানিক দূর এগোনোর পরে এক দিকে হেলে পড়ে। আতঙ্কিত যাত্রীরা এ দিক ও দিক নড়াচড়া শুরু করেন। মাঝিরা সকলকে এক জায়গায় স্থির হয়ে থাকতে বললেও সেই নির্দেশে কাজ হয়নি। এক সময়ে নৌকোটি উল্টে যায় নদীতে। পাড়ে দাঁড়ানো অন্য যাত্রী এবং মাঝিরা জলে ঝাঁপ দিয়ে যাত্রীদের উদ্ধার করেন।

Advertisement

দুষ্কৃতীকে খুন ভাটপাড়ায়। গুলি করে, কুপিয়ে এক দুষ্কৃতীকে খুন করল তার বিরুদ্ধ গোষ্ঠীর দুষ্কৃতীরা। সোমবার ঘটনাটি ঘটেছে জগদ্দলের ভাটপাড়া মোড়ে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম চাঁদ মহম্মদ (৩২)। জগদ্দলের বাসিন্দা চাঁদ বেশ কিছু দিন এলাকাছাড়া ছিল। জগদ্দলেরই আরেক কুখ্যাত দুষ্কৃতী রাজুয়ার বিপক্ষ গোষ্ঠীর সঙ্গে কাজ করত চাঁদ। রাজুয়া এখন জেলে। চাঁদ ফের নিজের দলবল তৈরি করছিল বলে পুলিশ জানিয়েছে। এ দিন বিকেলে খবর পেয়ে পুলিশ রবীন্দ্র পার্কের কাছে একটি বিরিয়ানির দোকানের পিছনে পোড়ো বাড়ির মধ্যে থেকে চাঁদের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে অনুমান, দুপুর ১২টা নাগাদ খুন হয় চাঁদ। খুব কাছ থেকে গুলি করা হয় ওই যুবককে। পরে কোপানো হয়। ব্যারাকপুরের গোয়েন্দা প্রধান সি সুধাকর বলেন, “দুষ্কৃতীদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন বলে মনে হচ্ছে। তদন্ত চলছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement