অভিযুক্তদের হয়ে হুমকি পুলিশের, অভিযোগ মহিলার

একটি জমির সীমানা নিয়ে বিবাদের জেরে মাস তিনেক আগে আরামবাগের ১৪ নম্বর ওয়ার্ডের এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল দুই ব্যবসায়ী ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয়নি। উল্টে অভিযুক্তদের পক্ষ নিয়ে পুলিশ মামলা তুলে নেওয়ার জন্য তাঁকেই হুমকি দিচ্ছে, এমনই অভিযোগ তুলে এ বার এসডিপিও (আরামবাগ) শিবপ্রসাদ পাত্রের দ্বারস্থ হলেন ওই মহিলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আরামবাগ শেষ আপডেট: ১৪ জুন ২০১৪ ০২:১৪
Share:

একটি জমির সীমানা নিয়ে বিবাদের জেরে মাস তিনেক আগে আরামবাগের ১৪ নম্বর ওয়ার্ডের এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল দুই ব্যবসায়ী ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয়নি। উল্টে অভিযুক্তদের পক্ষ নিয়ে পুলিশ মামলা তুলে নেওয়ার জন্য তাঁকেই হুমকি দিচ্ছে, এমনই অভিযোগ তুলে এ বার এসডিপিও (আরামবাগ) শিবপ্রসাদ পাত্রের দ্বারস্থ হলেন ওই মহিলা।

Advertisement

মহিলার অভিযোগ, “পুলিশ শ্লীলতাহানির এফআইআর নিতে অস্বীকার করে একটি সাধারণ ডায়েরি করে। তাই আদালতে মামলা করি। এখন পুলিশ ওই ব্যবসায়ীদের থেকে টাকা নিয়ে আমাকে মামলা তুলে নেওয়ার জন্য নানা হুমকি দিচ্ছে।”

আরামবাগ থানার পুলিশ অভিযোগ উড়িয়ে দাবি করেছে, দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। মীমাংসা করার জন্য সময় চেয়েছে। মহিলার ভাইয়ের জমিতে সীমানা নির্ধারক পিলার বসানোর জন্য সৌমেনবাবুদের থেকে টাকা আদায় করা হয়েছে। মহিলা থানায় যে অভিযোগ নিয়ে এসেছিলেন, তার ভিত্তিতে এফআইআর করা যায় না।

Advertisement

তাঁদের তরফ থেকে কোনও মীমাংসার কথা বলা হয়নি বলে পাল্টা দাবি করেছেন ওই মহিলা। গত সোমবার তাঁর দায়ের করা নতুন অভিযোগ নিয়ে এসডিপিও বলেন, “অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের এখনও কেন ধরা হয়নি তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার ভাইয়ের আরামবাগ স্টেশন সংলগ্ন এলাকায় তিন কাঠা জমি রয়েছে। গত ১৩ এপ্রিল সেই জমির সীমানা চিহ্নিত করা পিলার ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ব্যবসায়ী সৌমেন নন্দী এবং তাঁর ভাই সঞ্জীব নন্দীর বিরুদ্ধে। মহিলার দাদার জমির পিছনেই সৌমেনবাবুদেরও ২২ কাঠা জমি রয়েছে। পিলার ভাঙা নিয়ে প্রতিবাদ জানালে সৌমেনবাবুরা তাঁর শ্লীলতাহানি করেন বলে থানায় অভিযোগ জানান ওই মহিলা। পরে আরামবাগ আদালতে মামলাও দায়ের করেন। পক্ষান্তরে, আদালতে ওই মহিলা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে গত ৮ মে পাল্টা খুনের হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেন সৌমেনবাবুরাও। সৌমেনবাবুর দাবি, “কাল্পনিক অভিযোগ করা হয়েছে। আমরা পিলার ভাঙা বা শ্লীলতাহানিতে কেউ যুক্ত নই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement