কালিয়াগঞ্জে উন্নয়নই বাজি শুভেন্দুর

শুভেন্দুর কথায়, রায়গঞ্জ লোকসভা আসন থেকে বিজেপি জিতেছে তা-ও ছ’মাস হয়ে গেল। কিন্তু উন্নয়ন হয়নি। তিনি কংগ্রেস ও বামেদের বিজেপির ‘বি’ এবং ‘সি’ টিম বলে উল্লেখ করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালিয়াগঞ্জ শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ ০২:০৫
Share:

শুভেন্দু অধিকারী।

কালিয়াগঞ্জ আসন কখনও জেতেনি তৃণমূল। উপনির্বাচনে প্রচারে এসে উন্নয়নকেই বাজি রাখলেন শুভেন্দু অধিকারী। বুধবার দলের নির্বাচনী কর্মিসভায় রাজ্যের পরিবহণমন্ত্রী তথা তৃণমূলে উত্তর দিনাজপুর জেলা পর্যবেক্ষক বলেন, ‘‘তৃণমূল প্রার্থী তপন দেবসিংহকে জেতালে এখানে নজরকাড়া উন্নয়ন হবে। যদি না হয়, আগামী বিধানসভা ভোটে ভোট চাইতে আসব না।’’

Advertisement

শুভেন্দুর কথায়, রায়গঞ্জ লোকসভা আসন থেকে বিজেপি জিতেছে তা-ও ছ’মাস হয়ে গেল। কিন্তু উন্নয়ন হয়নি। তিনি কংগ্রেস ও বামেদের বিজেপির ‘বি’ এবং ‘সি’ টিম বলে উল্লেখ করেছেন। এনআরসি নিয়ে বলেছেন, ‘‘আতঙ্কে নথি নিয়ে ছোটাছুটি করবেন না। মুখ্যমন্ত্রী আপনাদের পাহারাদার। বিজেপি যতই চেষ্টা করুক, ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে না।’’ জবাবে জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত থেকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ী, সকলেই গত পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ তুলে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেন। দাবি করেন, সেই সন্ত্রাসের বিরুদ্ধেই ফের রায় দেবে মানুষ। শুধু সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল বলেন, ‘‘শুভেন্দুবাবু আগে কালিয়াগঞ্জে তৃণমূলকে জেতান। তার পর ওঁর কথার জবাব দেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement