Street Dog feeding

হাই কোর্টের নির্দেশে পথকুকুরদের খাওয়ানোর নির্দেশিকা তৈরি রাজ্যে

কার্যবিধি সব পুরসভাকে পাঠানো হবে বলেও তিনি জানান। প্রসঙ্গত, এর আগে একটি মামলায় এই কার্যবিধি তৈরির নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ঘোষ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ০৮:২৮
Share:
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

হাই কোর্টের নির্দেশ অনুসারে পথকুকুরদের খাওয়ানো নিয়ে নির্দিষ্ট কার্যবিধি (এসওপি) তৈরি করেছে রাজ্যের নগরোন্নয়ন দফতর। এ ব্যাপারে নির্দেশিকাও প্রকাশ করেছে তারা। বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই নির্দেশিকা পেশ করেন রাজ্যের কৌঁসুলি সুমন সেনগুপ্ত। এই কার্যবিধি সব পুরসভাকে পাঠানো হবে বলেও তিনি জানান। প্রসঙ্গত, এর আগে একটি মামলায় এই কার্যবিধি তৈরির নির্দেশ দিয়েছিলেন
বিচারপতি ঘোষ।

ওই নির্দেশিকায় বলা হয়েছে, পুরসভাগুলি প্রতি ওয়ার্ডে কয়েকটি জায়গা চিহ্নিত করে দেবে এবং সেখানেই পথকুকুরদের খেতে দিতে হবে। বাচ্চারা খেলাধুলো করে বা জনসমাগমের জায়গায় এই স্থান নির্বাচন করা যাবে না। দিনে দু’বার (সকাল এবং সন্ধ্যায় ৭টা থেকে ৯টা) খাওয়ানো যাবে। খাওয়া হলে গেলে জায়গা সাফ করে দিতে হবে। নির্দিষ্ট জায়গার বাইরে খাওয়ালে এবং নোংরা করলে শাস্তির বিধান থাকছে। খাবারও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ভাত, রুটি, আলুসেদ্ধ, মাছ, মাংস দেওয়া যেতে পারে। প্রয়োজনে মাংসের ছাঁটও দেওয়া যেতে পারে। নির্ধারিত জায়গায় পরিষ্কার পাত্রে পর্যাপ্ত জলের ব্যবস্থাও রাখতে হবে। চকলেট, মিষ্টি বা ভাজাভুজি জাতীয় খাবার দেওয়া যাবে না।

বিচারপতির নির্দেশ, সচেতনতা বাড়াতে সব পুরসভাকে এই নির্দেশিকা প্রচার করতে হবে। ১৯ ডিসেম্বর পরের শুনানিতে সব পুরসভা এই নির্দেশিকা গ্রহণের রিপোর্ট জমা দেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন