— প্রতিনিধিত্বমূলক চিত্র।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ঢাকল ঘন কুয়াশায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারই মরসুমের শীতলতম দিন। এক ধাক্কায় ২ ডিগ্রি কমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে।
ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের চার জেলায়। কুয়াশার চাদরে ঢাকবে দক্ষিণের তিন জেলাও। আগামী দু’দিনে পাল্লা দিয়ে কমবে রাতের তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহের শেষে ১৫ ডিগ্রি ছুঁয়ে ফেলবে কলকাতার পারদ। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচেও নেমে যেতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। নিম্নচাপটি ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম অভিমুখে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে এগোবে। বুধবারই এটি স্থলভাগে ঢুকতে পারে। এর জেরেই দক্ষিণবঙ্গে শীতের আসায় বাধা পড়েছে। তবে আগামী ৪৮ ঘণ্টায় অবাধ উত্তুরে হাওয়ার দাপটে পারদ নামবে। দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমবে বলে জানিয়েছে আলিপুর। বুধবার থেকেই পারদপতন হবে রাজ্যে। শনিবার শীতের আমেজ অনেকটাই বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। তবে তার পর থেকে আগামী তিন দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর।
আপাতত রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে ঘন কুয়াশার চাদর থাকতে পারে বঙ্গের সাত জেলায়। তবে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। কমতে পারে দৃশ্যমানতাও। পাশাপাশি, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানেও দু’-এক জায়গায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও আগামী দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। উত্তরবঙ্গের চার জেলাতেও ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কুয়াশার কারণে দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। সে জন্য সকালের দিকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এই জেলাগুলিতে কুয়াশার হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সকালের দিকে জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবারের তুলনায় প্রায় ২ ডিগ্রি কম। এ পর্যন্ত এটিই মরসুমের শীতলতম দিন! মঙ্গলবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকাতেও বুধের সকালে তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। দমদমে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি। এ ছাড়া, ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.০ ডিগ্রি, কল্যাণীতে ১৪.০ ডিগ্রি, শ্রীনিকেতনে ১১.৮ ডিগ্রি, কৃষ্ণনগরে ১৩.০ ডিগ্রি, বর্ধমানে ১২.০ ডিগ্রি, উলুবেড়িয়ায় ১৩.৫ ডিগ্রি এবং বাঁকুড়ায় ১৩.৬ ডিগ্রি।