House Maid

গৃহসহায়িকাদের সহায়তাদের দাবি

এই সঙ্কটজনক পরিস্থিতিতে রাজ্য সরকারের সহায়তা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাল সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ গৃহসহায়িকা ইউনিয়ন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২১ ০৭:৫৬
Share:

ফাইল চিত্র।

রাজ্যে কার্যত লকডাউন চলায় কাজে যোগ দিতে যেতে পারছেন না গৃহসহায়িকাদের অনেকে। কোভিড পরিস্থিতিতে তাঁদের অনেককে কাজে আসতে বারণও করা হচ্ছে। আবার এর মধ্যে বাড়ি বাড়ি কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। এই সঙ্কটজনক পরিস্থিতিতে রাজ্য সরকারের সহায়তা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাল সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ গৃহসহায়িকা ইউনিয়ন। সংগঠনের সম্পাদক শিল্পী সরকার ও কার্যকরী সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ জানিয়েছেন, কর্মহীন পরিবারপিছু মাসে ৬০০০ টাকা সহায়তা, সব গৃহসহায়িকার পরিবারকে চাল-গম এবং অগ্রাধিকারের ভিত্তিতে তাঁদের টিকাকরণের দাবি জানিয়েছেন তাঁরা। জেলা থেকে যাঁরা শহরে কাজে আসেন, তাঁদের কলকাতাতেই ভ্যাকসিন দেওয়ার দাবি জানানো হয়েছে।

Advertisement

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement