Farmers

কৃষিজীবীদের দাবি

সকলেই প্রশাসনের শীর্ষ স্তরের মুখাপেক্ষী। আগামী দিনে আন্দোলন জোরদার করা ছাড়া বিকল্প রাস্তা নেই বলে মনে করছেন কৃষক নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২০ ০১:০০
Share:

কৃষিজীবীদের দাবি-দাওয়া নিয়ে প্রশাসনিক দফতরের পথে কৃষক সংগঠনের কর্মীরা। নিজস্ব চিত্র।

লকডাউনের ফলে এবং প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষিজীবী মানুষকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিভিন্ন জেলার ব্লকে ব্লকে দাবি জানাল কৃষক সংগ্রাম সমন্বয় কমিটি। বাংলায় ২১টি কৃষক সংগঠন নিয়ে গঠিত হয়েছে এই সমন্বয় কমিটি। ভাগ-চুক্তি চাষিদেরও ক্ষতিপূরণ দেওয়া এবং গ্রামে শিবির করে সরকারি দরে ফসল কেনা ও ধান কেনায় রাজ্য সরকারের তরফে অতিরিক্ত বোনাসের দাবিও তুলেছে তারা। তবে সংগঠনের আহ্বায়ক অমল হালদার এবং সাংগঠনিক সম্পাদক কার্তিক পালের বক্তব্য, প্রশাসনিক আধিকারিকদের কাছে কোনও আশ্বাস বা জবাব পাওয়া যায়নি। সকলেই প্রশাসনের শীর্ষ স্তরের মুখাপেক্ষী। আগামী দিনে আন্দোলন জোরদার করা ছাড়া বিকল্প রাস্তা নেই বলে মনে করছেন কৃষক নেতারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement