ফাইল চিত্র
ধেয়ে আসছে ইয়াস। ঝড়ের তাণ্ডব সামলাতে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তেমনই প্রশাসনিক স্তরে পরিস্থিতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ারও পরিকাঠামো তৈরি। স্বয়ং মুখ্যমন্ত্রী থাকছেন রাজ্যের কেন্দ্রীয় কন্ট্রোল রুমে। নবান্ন, উপান্নে যেমন কন্ট্রোল রুম কাজ করছে, তেমনই জেলায় জেলায় তৈরি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জরুরি যোগাযোগ ব্যবস্থা। এক নজরে দেখে নিন জরুরি সব ফোন নম্বর।
এক নজরে দেখে নিন জরুরি সব ফোন নম্বর। গ্রাফিক- শৌভিক দেবনাথ।
বুধবার দুপুরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার কথা ওড়িশার বালেশ্বরের কাছাকাছি। আছড়ে পড়ার পর শক্তি হারাতে হারাতে ইয়াস এগোবে ঝাড়খণ্ডের দিকে।