কালীপুজোয় দুর্যোগের আশঙ্কা। প্রতীকী ছবি।
কালীপুজোর আগে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আন্দামান সাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ। সেই নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করছেন আবহবিদরা।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলের উপরে তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমশ ঘনীভূত হয়ে ২১ তারিখ নাগাদ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। তার পর ২৪ তারিখের মধ্যে তা আরও ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৪ তারিখ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তার গতিবিধি কী হবে, ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে, তা পরে জানানো হবে। আপাতত ১৯ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আবহাওয়া মূলত থাকবে শুকনো। দক্ষিণে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। ভোরের দিকে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় উত্তুরে হাওয়ার রেশ অনুভূত হতে পারে।
ঘূর্ণিঝড়ের কারণে উপকূলে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। বলা হয়েছে, যাঁরা ইতিমধ্যে সমুদ্রে মাছ ধরতে চলে গিয়েছেন, তাঁদের অবশ্যই ২২ তারিখের মধ্যে ফিরতে হবে। ২৩ তারিখ থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরিস্থিতির দিকে নজর রাখছে হাওয়া অফিস। কালীপুজোর আগে এ বিষয়ে আবহাওয়ার বিশেষ বুলেটিন প্রকাশ করা হবে বলে জানিয়েছে তারা।