লাগাতার নির্বাচনী বিপর্যয়ের মুখে দল। রাজ্যে লড়াই কঠিন পরিস্থিতির মধ্যে। তবু সংগঠন থেকে ‘নিষ্ক্রিয়তা’ দূর করতে কঠোর পদক্ষেপ করতে চাইছে সিপিএম। দলের দু’দিনের রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিনে বুঝিয়ে দেওয়া হয়েছে সেই বার্তাই।
লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে কী ভাবে আসন সমঝোতা হবে, কেবল সেই চর্চায় না থেকে সংগঠনে নজর দেওয়ার কথা শুক্রবার বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
নবগঠিত এরিয়া কমিটিগুলো কী ভাবে কাজ করছে, তার খতিয়ান নেওয়া হচ্ছে। সদস্যপদ নবীকরণের আগে দলের কর্মীদের কাজের মূল্যায়নের যে পদ্ধতি চালু আছে সিপিএমে, তাতে যাঁদের ‘নিষ্ক্রিয়তা’ ধরা পড়ছে, তাঁদের আর সদস্য রাখা হবে না বলেই জানিয়ে দিয়েছেন সূর্যবাবুরা। নিষ্ক্রিয় সদস্য ছাঁটতে আগের মতো আর সম্মেলন-পর্বের অপেক্ষায় থাকবেন না তাঁরা। সামনে সাধারণ ধর্মঘটকে সংগঠনের পরীক্ষা হিসেবেই দেখছে সিপিএম। বৈঠকে এ দিন জেলার নেতারা এলাকার সংগঠনের হাল-হকিকত ব্যাখ্যা করেছেন বলে দলীয় সূত্রের খবর।