রবিবার থেকে রাজ্য জুড়ে পথে নামার ডাক দিল সিপিএম। —প্রতীকী চিত্র।
জাল ওষুধ ও স্যালাইন-চক্রের বিরোধিতায় দু’দিন আগেই কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল দফতরে বিক্ষোভ দেখিয়েছিল সিপিএমের যুব সংগঠন। সেই বিষয়কে সামনে রেখেই আজ, রবিবার থেকে রাজ্য জুড়ে পথে নামার ডাক দিল সিপিএম। রাজ্যের সর্বত্র হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের কাছে এই নিয়ে প্রচার চলবে। স্যালাইনের সঙ্কটে যে রোগীরা বিপাকে পড়ছেন, তাঁদের পাশে দাঁড়িয়ে সহায়তার কথাও বলা হয়েছে দলের তরফে। কোভিড-কালে যে ভাবে ‘রেড ভলান্টিয়ার’ বাহিনী আসরে নেমেছিল, অনেকটা সেই কায়দাতেই স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে ছাত্র, যুব সংগঠনকে কাজে লাগিয়ে সক্রিয় ভূমিকা নিতে চাইছে সিপিএম।
দলের রাজ্য সম্মেলনের আগে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি সিপিএমের রাজ্য কমিটির বৈঠক বসবে। সম্মেলনের প্রস্তুতির পাশাপাশি আন্দোলনের রূপরেখা নিয়েও কিছু আলোচনা সেখানে হতে পারে। তবে তার আগে শনিবারই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ঘোষণা করে দিয়েছেন স্বাস্থ্য ক্ষেত্রে তাঁদের প্রতিবাদের পরিকল্পনা। আলিমুদ্দিন স্ট্রিটে দলের রাজ্য দফতরে তিনি বলেছেন, ‘‘জাল স্যালাইন এবং ওষুধের বিরুদ্ধে আন্দোলন চলবে। জাল স্যালাইন ঘিরে প্রতিবাদের জেরে বিভিন্ন সংস্থার বরাত বন্ধ করেছে স্বাস্থ্য দফতর। কিন্তু বিকল্প ব্যবস্থা করা হয়নি। রোগীদের পরিবার গভীর বিপদে পড়ছে। আমাদের দলের সব স্তরের কর্মীরা রবিবার থেকে প্রচারে নামবেন সব হাসপাতাল এবং চিকিৎসাকেন্দ্রে।’’ তাঁর দাবি, ‘‘সরকারের অপদার্থতা এবং দুর্নীতির জন্য রোগীদের এই দুর্ভোগ। মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে সিপিএম।’’ সিপিএমের আন্দোলনকে অবশ্য গুরুত্ব দিচ্ছে না শাসক দল। স্যালাইন সঙ্কটের অভিযোগ নস্যাৎ করে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও তৃণমূলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মন্তব্য, ‘‘ওদের রাস্তায় নামার ইচ্ছে হয়েছে, নামুক! তাতে কিছু এসে যায় না।’’